Tuesday , 14 October 2025 | [bangla_date]

শিক্ষকদের লাঞ্চিত করার প্রতিবাদে এবং ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে বীরগঞ্জ শিক্ষক-কর্মচারীবৃন্দের মানববন্ধন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ এমপিও ভূক্ত শিক্ষক ও কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের আন্দোলনে ঢাকায় শিক্ষকদের লাঞ্চিত করার প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে শিক্ষক ও কর্মচারীবৃন্দের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।উপজেলার বেসরকারী স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টয় পৌর শহরের বিজয় চত্বরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
প্রায় ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ থানা সড়ক বন্ধ করে তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন, যার ফলে পথচারী ও যানবাহন চলাচলে সাময়িক ভোগান্তির সৃষ্টি হয়।

কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে
বক্তব্য রাখেন খামার খড়িকাদম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের, দলুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহাজাহান কবির, শীতলাই আলিম মাদরাসার অধ্যক্ষ মাওঃ মোঃ মছির উদ্দিন, মরিচা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহফুজা বেগম, রহিম বখস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সমিজ উদ্দিন, জগদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল ইসলাম, বটতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহজাহান সিরাজ সিপন, আমতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা কালব সেক্রেটারী মোঃ মিজানুর রহমান, আমিনা করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কুমার সরকার প্রমুখ।
বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষক সমাজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অথচ তাদের ন্যায্য ও যৌক্তিক দাবির প্রতি সরকারের উদাসীনতা চরম হতাশার জন্ম দিয়েছে। উপরন্তু শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষকদের উপর হামলা বর্বরোচিত ও ন্যক্কারজনক।

তারা হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনার এবং শিক্ষকদের যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও