কালী পূজার রাতে শহরের গণেশতলাস্থ রায় সাহেব বাড়ী (পুকুর পাড়) সংলগ্ন নব-নির্মিত শ্রীশ্রী কৃষ্ণ কালি মন্দিরের ফুল ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বোলন করে এবং শঙ্খ ও উল্লুধ্বনী প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রি’র পরিচালক ও মন্দির কমিটির প্রধান উপদেষ্টা মানবেন্দ্র দাস মনোজ।
শ্রীশ্রী কৃষ্ণ কালি মন্দির কমিটির সভাপতি ও বিশিষ্ট সাহিত্যিক নিরঞ্জন হীরা’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মিন্টু কুমার সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির অলোক দাস, মানিক মাহাতো, সমর চন্দ্র সরকার, শুভঙ্কর রায়, লাবনী সরকার, জীবন সরকার, মিলন মহন্ত, সান্টু মহন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী কালিপদ সরকার ও শ্রী নারায়ন চন্দ্র দাস। প্রধান অতিথি মানবেন্দ্র দাস মনোজ বলেন, সকলের সহযোগিতায় শ্রী শ্রী কৃষ্ণ কালি মন্দির নির্মিত হচ্ছে। যদিও এখনও অনেক কাজ বাকী রয়েছে। আগামী কালি পূজার পূর্বেই আমরা মন্দিরের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। সভাপতির বক্তব্যে নিরঞ্জন হীরা বলেন, কমিটির সকল সদস্যবৃন্দ বিশেষ করে সাধারন সম্পাদক মিন্টু কুমার দাস এবং উপদেষ্টাদের সহযোগিতায় এই মন্দির আমরা আজ উদ্বোধন করতে পেরেছি। এখনও অনেক কাজ বাকী রয়েছে। তবে আশা’র কথা হলো আমাদের প্রধান উপদেষ্টা মানবেন্দ্র দাস মনোজ বলেছেন আগামী কালি পূজার পূর্বে মন্দিরের সব কাজ শেষ করা হবে। শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় এবং কমিটির সদস্যরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।