উত্তরাঞ্চলের অন্যতম বিদ্যাপিট সবুজ শ্যামলে ভরা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের সবুজ-শ্যামল, সুরম্য অট্রালিকা ও বিভিন্ন প্রজাতির সবুজ বৃক্ষ ঘেরা দৃষ্টিনন্দন গাছ-গাছালীর প্রাকৃতিক সৌন্দর্যের ক্যাম্পাসে যে কারোরই মনের তৃষ্ণা মিটাবে।
‘তুমি নব নব রূপে এসো প্রাণে। এসো গন্ধে বরনে, এসো গানে…’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অমর সৃষ্টি গীতাঞ্জলিতে এভাবেই প্রকাশ করেছেন তাঁর মর্ম বাণীগুলোকে। সেই অমর বাণীগুলোই মনে করে দেয় পুরনো অতীতের হাজারো অর্জনকে। যাকে পাথেও করে সুন্দর পৃথিবীর মিষ্টি হাওয়ায় কেটে যায় জীবনের মায়াময় সময়।
সবুজ শ্যামল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে এলে ডি-বক্সের সামনে কিংবা শহীদ মিনার চত্তরের সবুজ ঘাসে বসে আড্ডা দেয়ার সময় সেটাই মনে করিয়ে দিবে। ডি-বক্সের সামনের শহীদ মিনার চত্তর আড্ডায় উঠে আসে দেশের রাজনতি, সমাজনীতি, জীবনের স্বপ্নগুলো। এছাড়াও প্রেম-ভালোবাসা গল্প-আড্ডাতো থকেই। আরও রয়েছে টিএসসি, আমবাগান চত্তরসহ কয়েকটি চত্তর।
অপরদিকে ক্যাম্পাসে জেগে আছে প্রকৃতি। বাড়ছে আপন মনে। ক্যাম্পাস মানে তরুণ-তরুণীদের আড্ডা। আর তা হচ্ছে ক্যাম্পাস লাইফের একটা অংশ। ক্যাম্পাস লাইফ হলো একজন শিক্ষার্থীর জীবনে সবচেয়ে মজার সময়। আর আড্ডা ছাড়া ক্যাম্পাস জীবন যেন ঘর কুনোব্যাঙ। শিক্ষার্থীদের কোলাহল, আড্ডা ছাড়া ক্যাম্পাস শ্রোতহীন নদীর মতো নিশ্চুপ, নিস্তব্ধ।
আতিক মাহমুদ, নুরুন নাহার, নিশা আক্তারসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, অবসরের আড্ডায় অনেকে খুঁজে পায় নতুন বন্ধু, কেউবা মনের মানুষ। আড্ডা অনেককে করে তুলে আত্মবিশ্বাসী। যে আড্ডায় সিনিয়র জুনিয়র একত্র হয়, তৈরী হয় সবার মাঝে সম্পর্ক। এমনি সব আড্ডায় মাতোয়ারা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আড্ডা ছাড়াও অনেকে স্বেচ্ছাসেবকের ভুমিকায় নিজের প্রিয় ক্যাম্পাসে নানান কাজে সময় দেয়। গড়ে তোলে নিজের আত্ববিশ্বাস, দায়িত্ববোধ কিংবা সমাজকর্ম করার স্পৃহা। আমাদের অবসর সময় হয়ে ওঠে শিক্ষণীয়, আনন্দময় ও অর্থপূর্ণ।
এ ব্যাপারে হাবিপ্রবির গ্রীন ভয়েস এর সাধারন সম্পাদক ও হাবিপ্রবির ইংরেজী বিভাগের লেভেল-৪ এর শিক্ষার্থী মারুফ হাসান জানান, অবসর সময় আমার কাছে শুধু বিশ্রামের নয়, নিজেকে ও সমাজকে গড়ে তোলার সময়ও বটে। বিশ্ববিদ্যালয়ের ব্যস্ত পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি গ্রীন ভয়েস নামের পরিবেশবাদী যুব সংগঠনে সময় দিই। সেখানে আমরা পরিবেশ সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ ও টেকসই জীবনধারার প্রসারে কাজ করি। এসময়টুকু আমার কাছে খুব অর্থবহ কারণ এতে নিজের দায়িত্ববোধের পাশাপাশি সমাজের প্রতি ভালোবাসাও বেড়ে যায়। তাছাড়া, বন্ধুদের সঙ্গে আড্ডায় আমরা ক্যারিয়ার, সংস্কৃতি ও সামাজিক পরিবর্তন নিয়ে ভাবনা ভাগাভাগি করি। এইভাবেই আমাদের অবসর সময় হয়ে ওঠে শিক্ষণীয়, আনন্দময় ও অর্থপূর্ণ।
উল্লেখ্য, দিনাজপুর শহর হতে ১০কি.মি. উত্তরে এবং ঢাকা-দিনাজপুর মহাসড়কের পশ্চিমে অবস্থিত ৮০ একর জায়গায় প্রতিষ্ঠিত এবং ঐতিহাসিক তেভাগা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ দানেশ এর নামে এ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর সবুজ শ্যামল বাংলার রুপ দেখতে হলে এখানে আসতে হবে। এই ক্যাম্পাসে ৯টি অনুষদের অধীনে ৪৫টি বিভাগে ২৩টি ডিগ্রি প্রদান করা হয়। ১১ হাজারের অধিক শিাক্ষার্থী পড়ে।


















