Thursday , 16 October 2025 | [bangla_date]

সভাপতি সুলতান- সম্পাদক মুক্তারুল রাণীশংকৈলে গণঅধিকার পরিষদের ইউনিয়ন কমিটি

রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে গণঅধিকার পরিষদের কমিটি গঠন ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (১৫ অক্টোবর ) সন্ধ্যায় কাতিহার বাজার চত্বরে উপজেলা সাংগঠনিক সম্পাদক আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি ও ঠাকুরগাঁও -৩ আসনের এমপি প্রার্থী মামুনুর রশিদ মামুন। বিশেষ অতিথি উপজেলা গনঅধিকার পরিষদ সভাপতি সোহরাব হোসেন, সম্পাদক জাফর আলী,পীরগঞ্জ উপজেলা গনঅধিকার পরিষদ সভাপতি আবু বাসার বাবুল,সম্পাদক আলমগীর কবির প্রমুখ। এছাড়াও দলীয় নেতাকর্মী ও স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এতে সর্বসম্মতিক্রমে বাচোর ইউনিয়ন সভাপতি সুলতান আলী, সম্পাদক মুক্তারুল ইসলাম, ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে নির্বাচিত করে দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে দলকে সু-সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত কর্মী-সমর্থকরা দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও