পঞ্চগড় প্রতিনিধি
জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারীও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজনসহ সাত দফা দাবিতে পঞ্চগড়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় গণতান্ত্রীক পার্টি জাগপা। গতকাল রোববার দুপুরে জেলা জাগপার সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারীর নেতৃত্বে জাগপার নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মো. সাবেত আলীর হাতে স্মারকলিপি প্রদান করেন। এ সময় সদর উপজেলা জাগপার সভাপতি আনারুল ইসলাম, জেলা যুব জাগপার সাধারণ সম্পাদক মোকসেদুল আলম, জেলা জাগপা ছাত্রলীগের সভাপতি শাহাদত হোসেন সেলিমসহ জাগপা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।