প্রদীপ কুমার সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে এবং কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চল ও গেইন বাংলাদেশ এর সহযোগিতায় (৬অক্টোবর) সোমবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও পুষ্টি কমিটির সদস্য সচিব ডা: আরিফুজ্জামান।
এছাড়াও মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন ড: মনির হোসেন গেইন বাংলাদেশ প্রতিনিধি ঢাকা, মো: আবুল বাশার প্রকল্প ম্যানেজার কারিতাস রাজশাহী অঞ্চল, মো: আমিনুল ইসলাম উপজেলা অফিসার কারিতাস (কল)।
এসময় পুষ্টি বিষয়ে গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত) মনিরুজ্জামান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল মাহবুব, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, আলহেলাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুব আলম, সাপাহার সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, আইহাই ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু ও গোয়ালা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান।
অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পুষ্টি কমিটির সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কারিতাস রাজশাহী অঞ্চলের ৮টি জেলার ৭২টি উপজেলার ১৬২টি ইউনিয়নের ২ হাজার ৩ শত ৮৯ টি গ্রামে বাস্তবায়িত হচ্ছে। তবে প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে কারিতাস দেশের সব এলাকাতেই কাজ করে থাকে।