দিনাজপুর লায়ন্স ক্লাবের অক্টোবর সেবামাসের কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল ১০টায় দিনাজপুর লায়ন্স ক্লাবের শিশু নিকেতনের এতিম মেয়েদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
উক্ত কর্মসূচীর উদ্বোধণ করেন দিনাজপুর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জি. আমজাদ হোসেন ও সেক্রেটারী লায়ন মো. মোকাররম হোসেন (জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান )।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব দিনাজপুরের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন সাইদুর রহমান মন্ডল, থার্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মো. শাহ আলম, ডিরেক্টর মোঃ সাইদুর রহমান, লায়ন মোঃ কবিরুল হাই ছবি প্রমুখ।