“সবার জন্য মান সম্মত পরিসংখ্যান এবং তথ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে“ বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫” উপলক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। পরিসংখ্যান ছাত্র সমিতি ও পরিসংখ্যান বিভাগের আয়োজনে র্যালিটি সকাল সোমবার সাড়ে ৯টায় প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
র্যালির উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলরপ্রফেসর ড. মো. এনাম উল্যা। এ সময় উপস্থিত ছিলেন প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো.শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো. মোমিনুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর ড. মো.আবু হাসান, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো.সাইফুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।অংশগ্রহণকারীর াপরিসংখ্যানের গুরুত্ব সংক্রান্ত বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।