Tuesday , 4 November 2025 | [bangla_date]

হিলিতে দুই দিনে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা

নি¤œচাপের কারণে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে দুই দিনের বৃষ্টিপাত হচ্ছে। এতে সরবরাহ কমার অজুহাতে হিলিতে দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা।
সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতিটি দোকানেই পেঁয়াজের সরবরাহ কম লক্ষ্য করা গেছে। দুদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মিঠু হোসেন বলেন, পেঁয়াজের কথা আর কী বলবো! দুই দিন আগেও বাজার থেকে পেঁয়াজ কিনে নিয়ে গেলাম ৬০ থেকে ৬৫ টাকা করে। কিন্তু সেই পেঁয়াজ কিনতে এসে দাম শুনি ৮০ টাকা থেকে ৯০ টাকা কেজি। এতে আমাদের মতো খেটে খাওয়া মানুষের তো খুব সমস্যা। আমরা দিন আনি দিন খাই।
পেঁয়াজ কিনতে আসা ইয়াসিন আলী বলেন, গত হাটেই পেঁয়াজ কিনে নিয়ে গেলাম ৬০ টাকা দরে। দুই রাতের ব্যবধানে সেই পেঁয়াজ ৮০ থেকে ৮৫টাকা হয়ে গেছে। কেজি প্রতি ২৫ টাকা করে বেড়ে গেছে।
বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত বলেন, বেশ কিছুদিন ধরে দেশীয় পেঁয়াজের সরবরাহ ভালো থাকায় দাম স্থিতিশীল ছিল। পেঁয়াজের দাম ৬০ থেকে ৬৫ টাকার মধ্যেই ওঠানামা করেছিল বেশ কিছু দিন। কিন্তু এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে প্রকারভেদে ৮০ থেকে শুরু করে ৯০ টাকা পর্যন্ত। এর কারণ হলো নি¤œচাপের ফলে হওয়া বৃষ্টিপাত। এতে কৃষকরা তাদের উৎপাদিত পেঁয়াজ বাজারে আনতে পারছেন না। এতে মোকামে পেঁয়াজের আমদানি তেমন একটা নেই। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী। আশপাশের অনেক জেলার পাইকাররা পাবনা মোকামে পেঁয়াজ কিনতে এলেও সেই তুলনায় সরবরাহ নেই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রুহিয়া থানা সেচ্ছাসেবক লীগের২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আইপজিটিভ’র ব্যতিক্রম আয়োজন “ভাষার সাথে”

উদ্বোধনের পর শতাধিক সফল অপারেশন সম্পন্ন

পীরগঞ্জে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ওর্য়াকশপ

করোনা কালিন সময়ে এবার দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পাচ্ছে পরিচয়পত্র-

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করার দায়ে জরিমানা

দিনাজপুর সদর-৩ আসনে খালেদা জিয়া প্রার্থী ঘোষিত হওয়ায় জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

দিনাজপুর সদর-৩ আসনে খালেদা জিয়া প্রার্থী ঘোষিত হওয়ায় জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

ঠাকুরগাঁওয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষে ওয়ার্কশপ

ভারত থেকে ২১ বছর পর দেশে ফিরলেন বাংলাদেশি মতিউর

বীরগঞ্জে বিভিন্ন এলাকায় জুয়ার আসরগুলোর প্রভাবে নিঃস্ব অনেক পরিবার

বীরগঞ্জে বিভিন্ন এলাকায় জুয়ার আসরগুলোর প্রভাবে নিঃস্ব অনেক পরিবার