Tuesday , 4 November 2025 | [bangla_date]

হিলিতে দুই দিনে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা

নি¤œচাপের কারণে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে দুই দিনের বৃষ্টিপাত হচ্ছে। এতে সরবরাহ কমার অজুহাতে হিলিতে দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা।
সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতিটি দোকানেই পেঁয়াজের সরবরাহ কম লক্ষ্য করা গেছে। দুদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মিঠু হোসেন বলেন, পেঁয়াজের কথা আর কী বলবো! দুই দিন আগেও বাজার থেকে পেঁয়াজ কিনে নিয়ে গেলাম ৬০ থেকে ৬৫ টাকা করে। কিন্তু সেই পেঁয়াজ কিনতে এসে দাম শুনি ৮০ টাকা থেকে ৯০ টাকা কেজি। এতে আমাদের মতো খেটে খাওয়া মানুষের তো খুব সমস্যা। আমরা দিন আনি দিন খাই।
পেঁয়াজ কিনতে আসা ইয়াসিন আলী বলেন, গত হাটেই পেঁয়াজ কিনে নিয়ে গেলাম ৬০ টাকা দরে। দুই রাতের ব্যবধানে সেই পেঁয়াজ ৮০ থেকে ৮৫টাকা হয়ে গেছে। কেজি প্রতি ২৫ টাকা করে বেড়ে গেছে।
বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত বলেন, বেশ কিছুদিন ধরে দেশীয় পেঁয়াজের সরবরাহ ভালো থাকায় দাম স্থিতিশীল ছিল। পেঁয়াজের দাম ৬০ থেকে ৬৫ টাকার মধ্যেই ওঠানামা করেছিল বেশ কিছু দিন। কিন্তু এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে প্রকারভেদে ৮০ থেকে শুরু করে ৯০ টাকা পর্যন্ত। এর কারণ হলো নি¤œচাপের ফলে হওয়া বৃষ্টিপাত। এতে কৃষকরা তাদের উৎপাদিত পেঁয়াজ বাজারে আনতে পারছেন না। এতে মোকামে পেঁয়াজের আমদানি তেমন একটা নেই। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী। আশপাশের অনেক জেলার পাইকাররা পাবনা মোকামে পেঁয়াজ কিনতে এলেও সেই তুলনায় সরবরাহ নেই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অনলাইন নিউজ পোর্টাল মুক্তির ৭১ নিউজের সম্পাদকের ৪৩তম জন্মবার্ষিকী

বীরগঞ্জে হামরা বীরগঞ্জিয়া প্রতিনিধি পরিষদের ঈদ পুনর্মিলনী

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের ছাত্র-ছাত্রীদের সুযোগ রাখার দাবিতে বিরলে কিন্ডারগার্টেন সোসাইটি (বিকেএস)-এর মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বালিয়াডাঙ্গীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে পশু ও উপকরণ বিতরণ করেছে প্রাণিসম্পদ

ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফীর মাধ্যমে প্রতারণার অভিযোগের ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে মামলা

বোচাগঞ্জে মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বউমার লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু

ঠাকুরগাঁওয়ে মথুরাপুর পাবলিক হাই স্কুলের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত

হরিপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ফটো সাংবাদিক নুর ইসলামের মাতার জানাযা ও দাফন সম্পন্ন