অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংকের প্রবীন কর্মকর্তা’র ব্যাংক কর্তৃক ব্যক্তিগত নথিতে ভুলের অজুহাতে দীর্ঘদিন ধরে পেনশন থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন-যাপন করছেন।
১২ নভেম্বর বুধবার সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রবীন কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক চৌধুরী জানান তিনি ২০০৮ সালে দিনাজপুর পুলহাট সোনালী ব্যাংক শাখা হতে অবসর গ্রহণ করেন। ব্যাংকের নিয়ম অনুযায়ী তিনি এককালীন অবসরকালীন পেনশন গ্রহণ করেন কয়েক বছর পূর্বে তৎকালীন সরকার পেনশন সংক্রান্ত বিষয়ে নতুন নিয়ম চালু করেন। তাতে বলা হয় অবসরপ্রাপ্ত কোন ব্যক্তি ১৬ বছর বেঁচে থাকলে তিনি পুনরায় পেনশন ভোগ করবেন। সেই মতে সকলে পেনশন ভোগ করে আসছে। তিনিও সেই মর্মে ২০২৩ সালে আবেদন করেন। দীর্ঘ দিন পার হয়ে গেলে তিনি তার পেনশন থেকে বঞ্চিত রয়েছেন। এব্যাপারে তিনি ঢাকা’য় সোনালী ব্যাংক প্রধান শাখায় যোগাযোগ করলে তারা বলেন, তার নথিতে জন্ম তারিখ ভুল থাকার কারণে পেনশন প্রাপ্তিতে জটিলতা দেখা দিয়েছেন। অথচ ওই নথি থেকেই তিনি ইতিপূর্বে ব্যাংকের সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করে আসছেন। ব্যাংক কর্তৃপক্ষের ভুলের কারণে তিনি তার পেনশন থেকে বঞ্চিত হয়ে পরিবার-পরিজন নিয়ে বর্তমানে মানবেতর জীবন-যাপন করছেন। তিনি প্রধান উপদেষ্টা ও সোনালী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন।


















