Wednesday , 19 November 2025 | [bangla_date]

অভিন্ন দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

অভিন্ন দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার দিনাজপুর সম্মিলিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের উদ্যোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুপুর ১২ টায় শুরু হয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানব্বন্ধনে বিপুল সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অংশ নেন।
মানববন্ধন থেকে সকল টেকনোলজিস্ট অভিন্ন দশম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা। তারা বলেন, দীর্ঘদিন ধরে পেশাজীবীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন, যা দ্রæত সমাধান করা প্রয়োজন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের এমটি (ল্যাব) তানভীর চৌধুরী,ইউনুস আলী,ফার্মাসিস্ট মো.আলমগীর হোসেন প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিডিপিএ জেলা শাখা,আতিক, জাহিদুল,মোস্তাফিজুর রহমান মানিক, সাদিকুল,তুষার,আজাদ,নাহিদ মোস্তফা হাবিব প্রমুখ।
বক্তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চলবে। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রæত হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত