আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে বৃহস্পতিবার ( ০৬ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বার আউলিয়া মাজার শরীফ দাখিল মাদরাসা ও বার আউলিয়া কমিউনিটি ক্লিনিকের টিসিভি কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রযুক্তিগত কর্মকর্তা ডা. সুধীর যোশী’র নেতৃত্বে একটি চৌকশ পরিদর্শন টিম। পরিদর্শন টিমের অন্যান্য সদস্যরাহলেন,আন্তর্জাতিক পর্যবেক্ষক ডা.সুভজিৎ ভট্রাচার্য, রংপুর স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. মেশকাতুর রহমান, রংপুর ও রাজশাহী বিভাগের ইউনিসেফ প্রধান ডা. বিকাশ রায়, রংপুর বিভাগের বিভাগীয় কো-অর্ডিনেটর ডা. জোবায়ের রহমান, পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের এসআইএমও ডা. সিফাত জাহান ও জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট হাসিবুর রহমান শাহ। পরিদর্শনকালে ডা. সুধীর যোশী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যকর্মীদের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, টাইফয়েড প্রতিরোধে টিকাদান একটি যুগান্তকারী পদক্ষেপ। আমাদের ভবিষ্যত প্রজন্মকে সুস্থ রাখতে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ২০২৫ সালের টিসিভি ক্যাম্পেইন টাইফয়েড জ্বরের প্রাণঘাতি হুমকি থেকে আমাদের শিশুদের সুরক্ষার এক নতুন যাত্রার সূচনা করেছে। টিভিসি কার্যক্রম পরিদর্শন শেষে পরিদর্শন টিম আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. মওলা বক্স চৌধুরী সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডা. হুমায়ুন কবীর জানান, আটোয়ারী উপজেলায় মোট ৪২ হাজার ৮৯৩ জন শিশুকে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ০৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত ৩৭ হাজার ৫২৭ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে। এ পর্যন্ত ৮৭.০৫% লক্ষ্যমাত্র অর্জন হয়েছে। আশাকরি নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবো। পরিদর্শনকারী টিম টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করেন।


















