জমিজমা সংক্রান্ত বিরোধে দিনাজপুরের নবাবগঞ্জের বহুল আলোচিত আদিবাসী ঢুডু সরেন হত্যাকাÐের বিচারের রায়ে সকল আসামীকে বেকসুর খালাস দেয়ায় বিস্ময় প্রকাশ করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের বড় কচুয়া গ্রামের ঢুডু সরেনের ছেলে রবি সরেনের পাঠ করা লিখিত বক্তব্যে এসব কথা বলা হয়। এ সময় আদালতের রায়ের বিরুদ্ধে আপীল করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি শিবানী উড়াও, বাসদ দিনাজপুর জেলা সমন্বয়ক কিবরিয়া হোসেন, হত্যার শিকার ঢুডু সরেনের ছেলে মিলন সরেন, ভাইয়ের ছেলে সুখলাল সরেন, স্ত্রী ফুলমনি মার্ডি, আত্মীয় মঙ্গল মার্ডি, উপস্থিত ছিলেন।
















