সোমবার সন্ধ্যায় শহরের একটি চাইনিজ রেস্তোরাঁর ইনার হুইল ক্লাব অফ দিনাজপুর এর মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের প্রেসিডেন্ট ডাঃ মমতাজ বেগম পলীর সভাপতিত্বে ও সেক্রেটারি রেজভীন সারমিনাজ ইসলাম এর সঞ্চালনায় ক্লাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে(সদস্য বাড়ানো, নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা ও ইনার হুইল এর কাজ প্রচার করা)
বক্তব্য রাখেন ট্রেজারার লায়লা শামীমা, ভাইস প্রেসিডেন্ট (১) মালেকা পারভীন, সদস্য খাদিজা আক্তার বীনা, নাসমিনা সুলতানা, নাজমা মসির, ও শাহনাজ পারভীন।

















