Saturday , 8 November 2025 | [bangla_date]

এমপি নয়, জনগণের ভাই ও বন্ধু হয়ে থাকতে চাই — সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান

প্রদীপ কুমার সাহা,সাপাহার প্রতিনিধি: আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, “আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হই, তবে আমাকে এমপি সম্বোধন করবেন না। আমি জনগণের বন্ধু হয়ে ভাই হয়ে থাকতে চাই। আপনারা সবাই আমার ভাই, তাই আমাকে ভাই বলেই ডাকবেন।”

তিনি আরও বলেন, “সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারে কাজ করছে। নওগাঁ-১ আসন সহ সারাদেশে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাপাহার উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে উপজেলা সদরের জিরো পয়েন্টে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)। এর আগে জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চের সামনে এসে শেষ হয়।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাবেক যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুল, সহ-সভাপতি আব্দুল কাহার, সহ-সভাপতি বদিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (বাদল), পাতাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, শিরন্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,উপজেলা যুবদলের আহ্বায়ক আক্কাস আলী, ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা ও মহিলা দলের সভাপতি শাহানাজ পারভিন প্রমুখ।
আলোচনা সভা ও র‌্যালিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে অফিসে বসে ধূমপান করছেন উপজেলা প্রকৌশলী !

সেন্ট যোসেফস্ স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

বোচাগঞ্জে শিক্ষকদের সক্ষমতা উন্নয়নের জন্য আইডিয়া মেলা

বীরগঞ্জ ঢেপায় নৌকা যোগে নদীতে পারা-পারের একমাত্র মাধ্যম এখন শুধুই স্মৃতি

আজ ভাষা সৈনিক মরহুম প্রফেসর শাহ্ আব্দুল হাই এর মৃত্যুবার্ষিকী

ঘোড়াঘাটে মোজাম বিনোদন পার্কের মালিকসহ ৫ জনের কারাদন্ড

মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়া আমাদের লক্ষ্য -হুইপ ইকবালুর রহিম

বৈরচুনায় ২০০ পিস ফেনসিডিলসহ অটোবাইক আটক

দিনাজপুরের রামসাগরে ডুয়াথলনে প্রথম রাঙামাটির জয়তু দাস মিনি ম্যারাথনে প্রথম দিনাজপুরের তানজিমুল

দিনাজপুরে ইয়াবা ট্যাবলেটসহ চাচা শশুর ও জামাই আটক