কাহারোলে আগামী নির্বাচন উপলক্ষে বিএনপির যৌথ বর্ধিত সভায়- প্রার্থী মনজুরুল ইসলাম
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত
হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম বলেছেন, বিএনপিতে মাস্তান, চাঁদাবাজদের কোনো স্থান নেই। সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির এই আসনের প্রার্থীর পক্ষে নিরলসভাবে কাজ করে যেতে হবে এবং এর কোন বিকল্প নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদে চেতনায় উজ্জীবিত হয়ে সকল নেতাকর্মীদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে এক যোগে কাজ করে বিএনপির মনোনীত প্রার্থী তথা বিএনপিকে আগামী নির্বাচনের মাধ্যমে জয়লাভ করার ক্ষেত্রে সকলকে অগ্রনী ভুমিকা পালন করে যেতে হবে। তিনি গত ১১ নভেম্বর’২৫ মঙ্গলবার বিকাল ৫ টার দিকে নির্বাচনী এলাকা কাহারোল উপজেলা সদরের টিএন্ডটি রোড সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এবং সকল নেতৃবৃন্দের সাথে এক যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন। যৌথ বর্ধিত সভা উপজেলা বিএনপির সভাপতি মো: গোলাম মোস্তফা বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যৌথ বর্ধিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো: শামীম আলী, জেলা বিএনপির অন্যতম সদস্য মো: আবুল হোসেন (রাজা), উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা: শামীমা পারভীন রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মো: রেজাউল ইসলাম, মো: মতিয়ার রহমান (মতি), উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো: জুয়েল রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: সাদিকুল ইসলাম (সাদেক), যুগ্ম-আহ্বায়ক ইমরান সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: অলিউর রহমান, সুন্দর ইউপি যুবদলের সাধারণ সম্পাদক মো: আসাদুল্লাহ মেম্বারসহ উপজেলা- ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। বর্ধিত সভাটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো: শামীম আলী।


















