কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে মাঠে মাঠে আলু চাষীরা আলুর ক্ষেতে পরিচর্যা করছেন। গতকাল ২৪ নভেম্বর’২৫ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে ঘুরে দেখা গেছে, চলতি আলুর মৌসুমে চাষীরা আলুর মাঠে কেউ বা আলু ক্ষেতে উপরি সার প্রয়োগ করছেন, কেউ বা ক্ষেতে বালাইনাশক প্রয়োগ করছেন, আবার কেউ আলুর ক্ষেতে শ্রমিক নিয়ে মাটি ও নিড়ানীর কাজ করতে দেখা যাচ্ছে । অত্র উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে বলরামপুর গ্রামের আলু চাষী মোঃ সহিদুল ইসলাম জানান, এবছর তিনি ৬০শতক জমিতে আলু চাষ করেছেন বর্তমানে আলুর চারার বয়স ৩৫দিন চলছে। ৬০দিনের মধ্যে ক্ষেত থেকে আলু তোলা যাবে বলে তিনি মনে করছেন । তবে আবাহওয়া অনুকুলে থাকলে আলুর ফলনের ভাল আশা করছেন তারা। একই গ্রামের আরেক কৃষক মোঃ শরিফুল ইসলাম জানান, এবছর তিনিও ৩৩ শতক জমিতে আলু চাষ করেছেন। তিনি আরও বলেন, গত বছর আলু বীজের দাম বেশী ছিল, এবার বীজের দাম কম হলেও অন্যান্য উপকরণের দাম অনেক বেশী। বর্তমানে বাজারে পুরাতন আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকা দেশী জাতের আলু । কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এবছর এই উপজেলায় আলুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩ শত ৫০ হেক্টর জমিতে। গত বছর আলুর আবাদ হয়েছিল ৪ হাজার ১০ হেক্টর জমিতে। এদিকে উপজেলা কৃষি অফিসার কৃসিবিদ মল্লিকা রানী সেহানবীশ জানান, আলু চাষের জন্য কৃষকদের প্রতিনিয়ত পরামর্শ দেওয়া হচ্ছে। গতবছরের তুলনায় এবছর প্রায় ৭শত হেক্টর জমিতে আলুর চাষাবাদ কম হচ্ছে। আবহাওয়া অনুকুলে থাকলে আলুর বাম্পার ফলনের আশা করা হচ্ছে । দাম নিয়ে শংঙ্কার কোন কারণ নেই। নতুন আলু বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। বর্তমানে মাঠে কৃষি উপ-সহকারী কর্মকর্তারা আলু চাষের ক্ষেত্রে কৃষকদের পরামর্শ ও সহযোগিতা করে আসছেন।















