কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে উপজেলা প্রশাসনের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এনজিও পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে, বিএমজেড ও নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় মঙ্গলবার কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বিক্রমপুর গ্রামে আদিবাসী নাগরিক সমাজ সংগঠনের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন এবং পল্লীশ্রী আগ্রযাত্রা প্রকল্প অফিস কাহারোল উপজেলায় প্রকল্পের সদস্যদের মাঝে উৎপাদনশীল সম্পদ হিসেবে ছাগল বিতরন করা হয়। ছাগল বিতরণ শেষে উপজেলার স্থানীয় পর্যায়ে সুশীল সমাজ ও কর্তৃপক্ষের সাথে প্রকল্প অংশ গ্রহনকারীদের মধ্যে এক সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার প্রান্তিক নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অংশ গ্রহণ জোরদারকরণ অগ্রযাত্রা প্রকল্পের প্রকল্প অংশগ্রহনকারীদের সরকারী সেবা প্রাপ্তির লক্ষ্যে এবং (এসডিজি-১৩) বাস্তবায়নের লক্ষ্যে এ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকারানী সেহানবীশ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান, উপজেলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেনারি সার্জন ডা. মো: আশাদুজ্জামান শুভ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের মোঃ আব্দুস সালাম, উপজেলা হিসাবরক্ষণ অফিসের স্টাফ মোঃ জামাল আব্দুল নাসের, উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোঃ আনারুল ইসলাম, , সাদীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোছাঃ শামীমা পারভীন, তারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আ,স,ম, মনোয়ারুজ্জামান সরকার, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান, পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো: কাজী মাসুদুর রহমান, ইউনিট ম্যানেজার মোঃ মন্তাজুল ইসলাম, প্রকল্প হিসাবরক্ষক, এ্যাডভোকেসি ফেসিলিটেটর মোঃ শামসুল হক, মোঃ আব্দুর রাজ্জাক, মাঠ সহায়ক, ও প্রকল্প অংশগ্রহনকারী ১০ জন নারীসহ অন্যান্যরা।
















