কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের কাহারোল উপজেলায় বিভিন্ন দোকানে সরকার ঘোষিত মূল্য বেসরকারি এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে পাচ্ছে না ক্রেতারা। কোম্পানী ভেদে প্রতিটি সিলিন্ডারের জন্য ক্রেতাদের বেশি দিতে হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা । গ্যাস সিলিন্ডার ক্রেতাদের অভিযোগ তদারকি না থাকায় গ্যাস সিলিন্ডার বিক্রেতারা ইচ্ছে মতো দাম নিয়ে ক্রেতাদের ঠকাচ্ছে। সিলিন্ডার প্রতি বাড়তি যে টাকা নেওয়া হচ্ছে তার কার পকেটে ডুকছে? অপরদিকে খুচরা বিক্রেতারা বলছেন গ্যাস সিলিন্ডার সরবরাহকারী কোম্পানীর নিকট থেকে বেশি দামে কিনতে হচ্ছে তাই দাম বেশি।
জানা গেছে এনার্জি রেগুলেটরি কমিশন নভেম্বর মাসের জন্য রিটেইলার পয়েন্ট পর্যায়ে ভোক্তাদের নিকট বারো কেজি গ্যাস সিলিন্ডারে বিক্রয় মূল্যে নির্ধারণ করেছে ১২১৫ টাকা। গ্যাস সিলিন্ডার বাজারজাতকারী প্রায়ই সবকয়টি কোম্পানীর গ্যাস সিলিন্ডার সরকার ঘোষিত মূল্যের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। ক্রেতা পরিচয়ে কয়েকজন খুচরা বিক্রেতার নিকট গ্যাস সিলিন্ডারের দাম জানতে চাইলে বেক্সিমকোর ১২ কেজি গ্যাস সিলিন্ডার ১ হাজার ৩শত ৫০ থেকে ১ হাজার ৩শত ৭০ টাকা, যমুনা সিলিন্ডার ১ হাজার ৩শত টাকা। ওমেরার সিলিন্ডার ১ হাজার ৩শত টাকা। বসুন্ধরা ও ফ্রেসের সিলিন্ডার ১ হাজার ২শত ৫০ থেকে ২৮০ টাকা দিয়ে কিনতে হচ্ছে ভোক্তাদের। সরকার ঘোষিত মূল্যের চেয়ে খুচরা পর্যায়ে কোম্পানি ভেদে ১ সিলিন্ডার গ্যাসের ৫০ থেকে ১৫০ টাকা । ক্রেতা মোঃ আনিছুর জামান বলেন, বাজারে গ্যাসের কোনো নিদৃষ্ট কোনো মূল্যে নেই। বিক্রেতারা ইচ্ছামতো দাম নিচ্ছে । তিনি বাজার মনিটরিং-এর জন্য প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন।

















