Thursday , 6 November 2025 | [bangla_date]

চিরিরবন্দরে ২ কোটি টাকার নবনির্মিত বিদ্যালয়ের ভবনের সিঁড়িতে ফাটল

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বানিয়াখাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের সিঁড়িতে ক্লাস চালুর দুই বছর পার হতে না হতেই ফাটল দেখা দিয়েছে। প্রায় দুই কোটি দুই লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ভবনের বারান্দা, সিঁড়ি, মেঝে ও দেয়ালে ফাটল ধরায় শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এতে নি¤œমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন অভিভাবকেরা।
চিরিরবন্দর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলার ভিয়াইল ইউনিয়নের বানিয়াখাড়ী সরকারি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ২০২১-২২ অর্থবছরে দুই কোটি দুই লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। ২০২৪ সালের জানুয়ারি মাসে ভবনটির নির্মাণকাজ শেষ হয়।
নি¤œমানের কাজের অভিযোগ এনে স্থানীয় অভিভাবক মোস্তাফিজুর রহমান, আব্দুর রাজ্জাক বলেন, নি¤œমানের সামগ্রী ব্যবহার করায় দুই বছরের মধ্যেই বিল্ডিংয়ের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। নির্মাণ কাজের সময় আমরা মৌখিকভাবে ইঞ্জিনিয়ারকে অভিযোগ করেছিলাম, কিন্তু তিনি আমাদের কথায় কোনো গুরুত্ব দেননি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া খাতুন বলেন, নতুন ভবনে ক্লাস চালুর দুই বছর ঘুরতে না ঘুরতেই নিচতলার সিঁড়ির বারান্দায় বড় ফাটল ধরেছে। এ ছাড়া শ্রেণিকক্ষের মেঝে ও পিলারের সঙ্গে দেয়ালেও ফাটল দেখা দিয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হলে, তিনি এসে ছবি তুলে নিয়ে গেছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মিনারা খাতুন বলেন, নতুন বিল্ডিংয়ের দুই বছর এখনো হয়নি, তাতেই মেঝেসহ অনেক জায়গায় ফাটল ধরেছে। আমি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা দ্রæত মেরামত করার জন্য আশ্বাস দিয়েছে।
এ বিষয়ে ঠিকাদার আবেদ আলী বলেন, বিল্ডিং হস্তান্তর করার প্রায় দুই বছর হয়েছে। সিঁড়ির একেবারে প্রথম ধাপে একটু চিড় ধরেছিল, আলগা মাটির উপর করা হয়েছিল, তেমন কোনো সমস্যা নেই। জানতে পেরেই মেরামত করা হয়েছে।
চিরিরবন্দর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মাসুদার রহমান বলেন, বিল্ডিংয়ের মেঝে ও সিঁড়ির কিছু অংশে কেবল পলেস্তারের ওপরে ফাটল বা চিড় ধরেছে। অফিস থেকে বলার এক দিনের মধ্যেই সংস্কার করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

রাণীশংকৈলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে শুভ বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে আলোচনা সভা

বীরগঞ্জে পল্লীশ্রী’র দলীয় নেতাদের দল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রেশমী সুতা উৎপাদনে ভূমিকা রাখছে চাষিরা পঞ্চগড়ের রেশম চাষি ও কৃষকদের সমাবেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্ম বার্ষিকীতে আটোয়ারী যুবদলের শীতবস্ত্র বিতরণ

দিনাজপুরের ১৩ উপজেলার বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল বিতরন

রাণীশংকৈলে হাজ্বী সম্মেলন

কোনো ষড়যন্ত্রই টিকবে না শেখ হাসিনার দৃঢ়তার কাছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা