দিনাজপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন (রেজিঃ নং-২৩৯৪) এর বার্ষিক সাধারন সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে।
সোমবার রাতে বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি জাফর আলী। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুর এর শ্রম কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, উপদেষ্টা মোঃ আলতাব উদ্দীন, আল মামুন বিপ্লব, এমদাদুল হক মিলন ও কাশী কুমার দাস। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ রাশেদ রহমান রুবেল। আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ মোঃ জহুরুল ইসলাম। প্রতিবেদনের উপর আলোচনা করেন মোঃ মুনির হোসেন, মরিয়ম বেগম, অনন্ত রায়, মোঃ রবিউল, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মোয়াজ্জেম, আব্দুল মান্নান ব্যাপারী। আলোচনা শেষে সর্বসম্মতক্রিমে উপস্থিত সদস্যরা হাত তুলে প্রতিবেদন দুটিকে অনুমোদন প্রদান করেন। সভায় উপস্থিত সদস্যরা আলোচনা করে ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। তারা হলেন- প্রধান নির্বাচন কমিশনার উপদেষ্টা মোঃ আলতাব উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার উপদেষ্টা এমদাদুল হক মিলন ও উপদেষ্টা আল মামনু বিপ্লব। আগামী ২৫ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়। শ্রম কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, সরকার বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিটি শ্রমিকের জন্য ৬ লক্ষ ২৫ হাজার টাকা বরাদ্ধ রেখেছে। শুধু নিয়মমত বা প্রয়োজন অনুযায়ী বিষয়গুলো আপনাদের জানতে হবে। মনে রাখবেন ইউনিয়নভুক্ত প্রতিটি সদস্যের উপকারের জন্য শ্রম দপ্তর রয়েছে। এব্যাপারে আপনাদের সচেতন হতে হবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক মোঃ জিল্লুর রহমান।

















