Saturday , 15 November 2025 | [bangla_date]

ডায়াবেটিক এসোসিয়েশন দিনাজপুর এর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উদযাপন

বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে দিনাজপুরে যথাযথ মর্যাদায় ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উদযাপন করেছে ডায়াবেটিক এসোসিয়েশন দিনাজপুর।
শনিবার সকালে “কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালে সচেতনতা মূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান।
তিনি বলেন, সারা বিশ্বেই ডায়াবেটিস এখন মহামারী আকার ধারন করেছে। ডায়াবেটিস আছে এমন অর্ধেক রোগীই জানেন না যে তাঁরা ডায়াবেটিসে আক্রান্ত। কেবলমাত্র নিয়ন্ত্রিত জীবন যাপনই ডায়াবেটিস রোগীকে সুস্থ রাখতে পারে।
“কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন” এই প্রতিপাদ্যের প্রতি গুরুত্বারোপ করে মূখ্য আলোচকের বক্তব্যে ইনষ্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এলাইড সাইন্সেস দিনাজপুর এর পরিচালক অধ্যাপক ডা. বি কে বোস বলেন, কর্মস্থলে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক সক্রিয়তা বৃদ্ধির উদ্যোগ নিলে ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তিনি বলেন, ডায়াবেটিক রোগীগণ যথাসময়ে সঠিক চিকিৎসা সেবা গ্রহন না করলে হার্ট এ্যাটাক, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব, মাড়ির রোগ এবং অঙ্গ বিচ্ছেদের মতো মারাত্মক শারীরিক জটিলতা হতে পারে। এসব কারনে ডায়াবেটিক রোগীদের মৃত্যুঝুঁকি বাড়ছে।
স্বাগত বক্তব্যে ডায়াবেটিক এসোসিয়েশন দিনাজপুর এর সাধারন সম্পাদক মো. সফিকুল হক ছুটু, ডায়াবেটিস রোগের ভয়াবহতা ও নিয়ন্ত্রনের উপর গুরুত্ব আরোপ করেন এবং তাদের এবিষয়ে আরো সচেতন হতে হবে।
সভাপতির বক্তব্যে ডায়াবেটিক এসোসিয়েশন দিনাজপুর এর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল লতিফ এডভোকেট বলেন, ডায়াবেটিস সারা জীবনের রোগ। একজন ডায়াবেটিক রোগীকে সুস্থ্য, স্বাভাবিক এবং দীর্ঘ জীবন যাপন করার জন্য প্রতিমাসেই নিয়মিতভাবে চিকিৎসা গ্রহন করতে হবে। সে লক্ষ্যে তিনি অত্র হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীগন যথাযথ সহযোগীর ভূমিকা পালন করবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও আলোচনা সভায় ডায়াবেটিস রোগ এবং প্রতিরোধ ব্যবস্থা বিষয়ে রোগীদের পরামর্শ মূলক বক্তব্য উপস্থাপন করেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. সাইদুর রহমান চৌধুরী ও চীফ মেডিকেল অফিসার ডা. মো. লিয়াকত আলী। তাঁরা বলেন, অতিরিক্ত ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার খেলে, শারীরিক পরিশ্রম না করলে এবং নিয়মিত শরীরচর্চা না করলে স্বাভাবিকের চাইতে মাত্রাতিরিক্ত ওজন বাড়ার ফলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। সেজন্য নিয়মিত ব্যায়াম করা, সুষম খাদ্য খাওয়া, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ ও ইনসুলিন গ্রহণ করা এবং সুশৃঙ্খল জীবনযাপন করা প্রয়োজন।
আলেচানায় সভায় ডায়াবেটিক এসোসিয়েশন, দিনাজপুর এর সহ-সভাপতি মতিউর রহমান, কোষাধ্যক্ষ রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, কার্যনির্বাহী পরিষদ সদস্য মকসেদ আলী মঙ্গলীয়া, মেহবুব হাসান চৌধুরী এডভোকেট, আবু বক্কর ছিদ্দিক, আলহাজ্ব মোফাজ্জল হোসেন, মো. জমিরুল ইসলাম জুয়েল, মো. শামিম কবিরসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও আগত রোগীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে প্রতারণার অভিযোগে নারী গ্রেপ্তার

জাতীয় উদ্যান বীরগঞ্জ শালবনে আগুন

দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্নাঢ্য র‌্যালী

ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা বৃদ্ধি বেড়েছে লেপ তোষকের চাহিদা

জনপ্রিয় কন্ঠশিল্পি হৈমন্তী রক্ষিত গাইলেন ‘ধানও দিলাম জমিনও দিলাম’

বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বামমোর্চা যৌথ উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসে র‌্যালী

ঘোড়াঘাটে নিখোঁজের ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠলো বৃদ্ধের লাশ

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে ২ শিশুর মৃত্যু

তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে দিনাজপুরে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

বীরগঞ্জে জমিতে পানি নেওয়াকে কেন্দ্র করে বৃদ্ধের হাতের কব্জি কর্তন, আহত-১