তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ‘‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণি সম্পদ অফিসের আয়োজনে প্রাণি সম্পদ অফিসের সামনে রাবার বাগান, Ķদগাহ বস্তি এলাকার মাঠে প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেজাউল ইসলামের সঞ্চালনায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ আকাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা, সহকারি প্রোগ্রামার, আনসার ভিডিপি কর্মকর্তা, তেঁতুলিয়া মডেল থানার
সাব-ইন্সপেক্টর (এস আই) আব্দুল মালেক ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি ও উপজেলার বিভিন্ন পর্যায়ের খামারীগণ উপস্থিত ছিলেন।
তিরনইহাট ইউনিয়নের ছাগল খামারী রৌশনারা এবং বোয়ালমারী এলাকার খামারী শামিমা বেগম অনুষ্ঠানের বক্তব্যে বলেন, আমরা লেখাপড়া করে ডিগ্রী নিয়ে চাকুরীর আশা না করে, আমরা ছাগল খামারের উদ্যোগ গ্রহণ করি। এই খামার করে আমরা স্বাবলম্বী হয়ে বর্তমানে আমরা প্রতি বছর ২ লক্ষ টাকার ছাগল বিক্রি করে লাভবান হচ্ছি। আমরা এভাবে সবাইকে আহব্বান জানাই আমাদের মতো সবাই আপনারা খামার করে স্বাবলম্বী হয়ে আর্থসামাজিক উন্নয়ন করার প্রত্যাশা করি।
উদ্বোধন শেষে প্রাণি সম্পদ প্রদর্শনীর প্রায় ৩০ টিরও অধিক স্টল পরিদর্শন করেন অতিথিরা।


















