আলিফ ফাউন্ডেশন এর আয়োজনে শনিবার সকালে দিনাজপুর শিল্পকলা একাডেমীর মিলনায়তনে, ‘ইসলামিক স্টাডিজ অলিম্পিয়াড-২০২৫’ এর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি িিছলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। আলিফ ফাউন্ডেশন এর ইসলামিক স্টাডিজ অলিম্পিয়াড এর আহবায়ক অধ্যাপক সাদাকাত আলী খান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ শামসুজ্জোহা, আলিফ ফাউন্ডেশন এর পরিচালক মোঃ কামরুল হাসান রাসেল।উক্ত অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন আলিফ ফাউন্ডেশন এর সমন্বয়ক মোঃ মাহফুজুর রহমান। আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার এডমিন অফিসার মোঃ কামারুজ্জামানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, আলিফ ফাউন্ডেশনের সদস্য শামীম হোসেন, হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, বন্নী আক্তার প্রমুখ। অনুষ্ঠানে আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সদ্য হিফজ সম্পন্নকারী হাফেজ আব্দুল্লাহ আল মাহাদী ও হাফেজা হুমায়রা তাবাসসুমকে সম্বর্ধনা প্রদান করা হয়।

















