Monday , 10 November 2025 | [bangla_date]

দিনাজপুরে গণঅধিকার পরিষদের গণসমাবেশ বিত্তমান সরকার ব্যবস্থার পরিবর্তনে দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই —ভিপি নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে পরিণত করার সময় এসেছে। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নিজেদের চিন্তা, সমাজ ও রাজনীতির সংস্কারও জরুরি। ক্ষমতাকেন্দ্রিক যে দানবীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, তা পরিবর্তন করতে হবে। রাষ্ট্র সংস্কার অন্যতম হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
শনিবার বিকেলে দিনাজপুর ইন্সিটিটিউট মাঠ প্রাঙ্গনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, বিত্তমান সরকার ব্যবস্থার পরিবর্তনে দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হচ্ছে। উচ্চ কক্ষে ১শ সদস্য এবং নিম্ন কক্ষে ৩৫০ সদস্য থাকবে।নুর বলেন ‘ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে জাতির মুক্তির লড়াই চলছে। এই লড়াইয়ে বাংলার মানুষকে বিজয়ী হতে হব।’ ১৭বছর ফ্যাসিষ্ট সরকারের দমন নীপিড়নের কারনে বিএনপি জামাতসহ কোন রাজনৈতিক দল রাস্তায় দাড়াতে পারেনি।
তিনি আরও বলেন, গত ১৫বছরে আওয়ামী লীগের রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করে, ভিন্নমতের মানুষের নামে মামলা-হামলা দিয়ে এই দেশে ফ্যাসিবাদী ও একদলীয় শাসন কায়েম করেছিল। তাদের বিরুদ্ধে যারাই কথা বলেছেন, লড়াই করেছেন, তাদের কারাগারে যেতে হয়েছে। এখন দেশে মুক্ত পরিবেশ বিরাজ করছে।’
দিনাজপুর জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ সফিকুল ইসলাম । এসময় আরো বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।তিনি বলেন ভারতের অসহযোগিতার কারনে রংপুর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। ভারতীয় আগ্রাসনের কারনে দেশে ফ্যাসিবাদের জন্ম হয়েছিল।
ভিপি নুরুল হক বলেন, ‘সম্প্রীতির বাংলাদেশ গড়তে হলে নতুন নেতৃত্বের বিকল্প নেই। গণঅধিকার পরিষদ সেজন্য নতুন নেতৃত্ব সৃষ্টির কাজ করছে। আগামী নির্বাচনে গণঅভ্যুত্থানের আকাংখা বাস্তবায়নে জোটবদ্ধ নির্বাচনে গণঅধিকার পরিষদ নির্বাচন করলেও বেশীরভাগ আসনে ট্রাক প্রতীকে দলীয় প্রার্থীরা নির্বাচন করবেন। তবে খালেদা জিয়া যে আসনে নির্বাচন করবেন সে আসনে গণঅধিকার পরিষদ প্রার্থী দিবে না।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব, সাংগঠনিক সম্পাদক মাসুদ মোন্নাফ, প্রচার ও প্রচারণা সহ-সম্পাদক সোহাগ হোসেন, সদস্য হাজী মোঃ কামাল হোসেন, বিভাগীয় উপ-কমিটি সদস্য শাহাজাহান চৌধুরী এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশীদ (মামুন)।গণসমাবেশে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা সভাপতি মোঃ শফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক মোঃ গোলাম আজম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৩ কোটি টাকা ব্যয়ে বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়ক মেরামতের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে প্রতীক পেয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় প্রার্থীরা

দিনাজপুর ইনস্টিটিউটের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

প্রচেষ্টা ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি

বাংলাবান্ধা স্থলবন্দরে জাল রুপীসহ ভারতীয় ট্রাক চালক আটক

ঠাকুরগাঁওয়ে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর

বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

বড়বন্দর মন্দির প্রাঙ্গণে দূর্গাপুজা উপলক্ষ্যে বিনামূল্যে ৩শ’ জন পেলেন চিকিৎসা সেবা