দিনাজপুর পৌর এলাকায় ২৬ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে কয়েকটি উন্নয়ন প্রকল্পের
উদ্বোধন করা হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের (ডইউঅখ) অর্থায়নে এই প্রকল্পের অধীনে শহরের রাজবাড়ী কাটাপাড়া থেকে লালবাগ বেঁড়ীবাঁধ মোড় পর্যন্ত পিসিবি রোড, আরসিসি ড্রেন, ফুটপাত ও স্ট্রিটলাইট স্থাপন করা হবে।
বৃহস্পতিবার সকাল ১১টায় এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলি মমোঃ মিনারুল ইসলাম খান। এ সময় পৌরসভার সহকারি প্রকৌশলি (সিভিল)মোঃ মিজানুর রহমান সিদ্দিকী, উপ-সহকারী প্রকৌশলি মোঃ ময়েজ উদ্দিনসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।
পৌরসভার নির্বাহী প্রকৌশলি মিনারুল ইসলাম খান জানান, প্রকল্পটি সম্পন্ন হলে রাজবাড়ী কাটাপাড়া থেকে লালবাগ মোড় পর্যন্ত রাস্তাটি আধুনিক নগরমানের হবে, যান চলাচল সহজ হবে এবং এলাকাবাসি দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।
তিনি আরো জানান, এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৬১ লাখ ১৪ হাজার ১৭৩ টাকা। ২০২৪ সালের ২৭ অক্টোবর কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয় এবং চুক্তি অনুযায়ী ২০২৬ সালের ২৭ অক্টোবর এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে। পুরো প্রকল্পের কাজের ধরন-রাস্তা, ড্রেন, ফুটপাত ও স্ট্রিটলাইট স্থাপন। প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা দিনাজপুর পৌরসভা, আর ঠিকাদারি দায়িত্বে রয়েছেন রংপুরের মোঃ খায়রুল কবির রানা।


















