জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিজয়ী করার লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে বাদ আসর জেল রোডসস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা জাসাসের আহবায়ক প্রভাষক মোঃ আখতারুজ্জামান আখতার।
জেলা জাসাসের সদস্য সচিব ও শশরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির আনাফের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক
আজিম মল্লিক টিটন, সরকার মোঃ আরেফিন বাদল, আবু সালেক লিটন, আব্দুস সালাম, সদস্য রাজিউর রহমান আমিন, মোঃ আকরাম আলী, কোরাইশী আক্তার স্মৃতি, মোঃ জিএম আলাম প্রমূখ।
মতবিনিময় সভায় জেলা জাসাসের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
মতনিবিময় সভায় দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিজয়ী করতে উপস্থিত সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহবান জানানো হয়।

















