মঙ্গলবার দিনাজপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর দিনাজপুর এবং র্যাব ১৩ ব্যাটালিয়ন দিনাজপুর এর সমন্বিত উদ্যোগে বিরামপুর উপজেলার মির্জাপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে ৩১৯ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও ৯২৩ কেজি পিপি দানা জব্দ করা হয় এবং ১টি মামলায় ২৫হাজার টাকা জরিমানা ধার্য্য ও আদায় করা হয়। শেষে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়।অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ, র্যাব ১৩ ব্যাটালিয়ন, দিনাজপুর এর সদস্য, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক প্রভাতি রানী সহ দপ্তরের অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন।
র্যাব জানায়, স¤প্রতি জেলার বিভিন্ন এলাকায় গোপনে পলিথিন উৎপাদন ও মজুদের তথ্য পাওয়া যায়। তথ্যের ভিত্তিতে র্যাব-১৩ গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সংশ্লিষ্টদের শনাক্ত করে। এরই অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে বিরামপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ৩১৯ কেজি নিষিদ্ধ পলিথিন এবং ৯২৩ কেজি পিপি গ্র্যানিউল (কাঁচামাল) জব্দ করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর বিভিন্ন ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়।এ ছাড়াও, হাকিমপুরের ডাঙ্গাপাড়া বাজারে ‘মেসার্স ভাই ভাই প্লাস্টিক কারখানা’তে আরেকটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে কারখানা চালানোর দায়ে প্রতিষ্ঠানটিকেও সিলগালা করা হয়।
উল্লেখ্য মির্জাপুর গ্রামের নিজ জায়গায় গোডাউন তৈরি করে মেশিন বসিয়ে দীর্ঘদিন যাবত নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ উৎপাদন করে আসছিলেন মোহাম্মদ আসাদুল ইসলাম।নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

















