দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগ দিনাজপুর এর আয়োজনে ব্যাপক কর্মসূচির দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর শনিবার সকাল দশটায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন ও জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর।
এরপর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত র্যালীতে জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর, সদর উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম, উত্তর ফরিদপুর ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, সুইহারি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, শহরের কালিতলা প্রোসপার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, জেলা সমবায় কার্যালয়ের তালিকাভুক্ত দিনাজপুর পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন সমবায় সমিতি ও সমবায় সংগঠনসমূহ অংশ নেন।
দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, কর্মসংস্থানের অভাবে আমাদের দেশে দিন দিন অপরাধ বেড়ে যাচ্ছে। তাই সমবায়ের মাধ্যমে অনেককে উদ্যোক্তা বা খামারি হওয়ার আগ্রহ দেখাতে পারি। ছেলে-মেয়েদের চাকরি করার স্বপ্ন না দেখিয়ে উদ্যোক্তা বা মালিক হওয়ার স্বপ্ন দেখান। লেখাপড়ার পাশাপাশি তাদের প্রতি খেয়াল রাখতে হবে যাতে তারা অপরাধের দিকে না যেতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন বলেন, সকল প্রতিষ্ঠান একযোগে কাজ করলে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। সমাজের প্রতিটি পেশার মানুষের গুরুত্ব আছে। এজন্য কাউকে ছোট করে দেখা যাবে না। এখানেই সাম্য প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সফল হলে দেশে এগিয়ে যাবে।
সভাপতির বক্তব্যে জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর বলেন, সমবায় অধিদপ্তর ও মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের অন্যান্য স্থানের মত দিনাজপুর জেলাতেও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে একত্রিত করে বিভিন্ন প্রকার সমবায় সমিতি গঠন, প্রশিক্ষণ প্রদান এবং বিভিন্ন প্রকল্প গ্রহণ ও অর্থায়ন করে বেকারত্ব দূরীকরণে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া প্রকল্প ভিত্তিক সমিতি গঠন করে সমবায় সমিতির সদস্যদেরকে প্রশিক্ষণ দিয়ে বিনা সুদে ঋণ প্রদানের মাধ্যমে সমাজের দরিদ্র নারীসহ দরিদ্র ও বেকার জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা হচ্ছে । দিনাজপুর জেলার সংক্ষিপ্ত পরিসংখ্যানে দেখা যায়,এ জেলায় মোট ১৫৯৮টি সমবায় সমিতি রয়েছে যার ব্যক্তি সদস্য সংখ্যা ১,৭১,২৬২ জন, মোট মূলধন প্রায় ২৮১ কোটি ৯৮ লক্ষ টাকা এবং সমিতির স্থায়ী-অস্থায়ী সম্পদের মূল্য প্রায় ১১৫ কোটি ৮১লক্ষ টাকা। এই বিপুল জনগোষ্ঠী ও সম্পদের উত্তম ব্যবহারের মাধ্যমে দেশের আর্থ সামাজিক সমৃদ্ধি অর্জনে ভূমিকা রাখা সম্ভব।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ সিদ্দিকুর জ্জামান, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক মোঃ আনিসুজ্জামান, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ জোবায়দুর রহমান, বাহাদুর বাজার মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সাধারন সম্পাদক মোঃ জহুরুল ইসলাম ওয়াসিম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সদর উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম এর উপস্থাপনায় “সাম্য ও সমতায়-দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সমবায়ী-সুধীবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সদরের উত্তর ফরিদপুর ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব, দিনাজপুর সদরের সুইহারী খ্রিষ্টান কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিেেটর চেয়ারম্যান হিলারিউস কর্মকার ও ৬ নং উপশহর মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রাক্তন সভাপতি মোছাঃ আরজুনা বেগম।
স্বাগত বক্তব্য রাখেন ও সমবায় কার্যক্রমের উপর ডকুমেন্টারি প্রদর্শন করেন জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর। আলোচনা সভা শেষে দিনাজপুর জেলায় পাঁচটি ক্যাটাগরীর শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট-সনদপত্র ও উপহার তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। পাঁচটি ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট-সনদপত্র ও উপহার
প্রাপ্তরা হলেন কৃষিভিত্তিক/সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় অবদানের জন্য বোচাগঞ্জের গুডনেইবারস সেতাবগঞ্জ কৃষি সমবায় সমিতি লিমিটেড, সঞ্চয় ও ঋণদান/ক্রেডিট সমবায় অবদানের জন্য দিনাজপুর সদরের সুই হারী খ্রিষ্টান কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, মহিলা সমবায় অবদানের জন্য বীরগঞ্জ উপজেলার গুডনেইবারস বীরগঞ্জ মহিলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, গৃহায়ন/বহুমুখী সমবায় অবদানের জন্য বীরগঞ্জ উপজেলার ঝালঝলী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এবং বিশেষ ও অন্যান্য শ্রেণী সমবায় অবদানের জন্য দিনাজপুর জেলা সদরের উত্তর ফরিদপুর ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। এছাড়াও উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের ভাগ্য উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচটি সমবায় সমিতির কর্মকর্তাদের নিকট ১ লক্ষ টাকা করে মোট ৫ লক্ষ টাকার ঋণের চেক তুলে দেন অতিথিবৃন্দ।
অপরদিকে উক্ত অনুষ্ঠানের শুরুতে জেলা সমবায় কার্যালয়ের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের উপহার ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রথমে কুরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠ করা হয়। সর্বশেষে অনুষ্ঠানের সভাপতি জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিমিটড
শনিবার দিনাজপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষ্যে সদরের উত্তর ফরিদপুরস্থ ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর জেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করে।
উপস্থিত ছিলেন উত্তর ফরিদপুরস্থ ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর চেয়ারম্যান মোঃ আহসান হাবিব, ম্যানেজার মোঃ গোলাম কিবরিয়াসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে জেলা পর্যায়ে বিশেষ ও অন্যান্য সমবায় ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রোসপার সঞ্চয়ও ঋণদান সমবায় সমিতি লিঃ
শনিবার দিনাজপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে র্যালী ও আলোচনা সভায় শহরের কালিতলাস্থ প্রোসপার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর অংশগ্রহণ করে।
উপস্থিত ছিলেন প্রোসপার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর ম্যানেজার নৃপেন চন্দ্র রায়, সহকারী ম্যানেজার মোঃ আফসার, বিখলু চন্দ্র রায়, মোঃ মিলন, সিনিয়র ফিল্ড অফিসার ববিতা রানী, মোঃ রবি ইসলাম, আশা ইসলাম মোছাঃ মোনালিসা প্রমুখ।
বিরল
বিরল (দিনাজপুর) প্রতিনিধি\ “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের বিরলে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে বর্ণাঢ্য সমবায় র্যালী শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা।
উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক মোঃ শাহিন হাওলাদার এর সঞ্চালোনায় বিশেষ অতিথির হিসাবে রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান, বিরল উপজেলা মাধ্যমিক শিক্ষক কো-অপারেটিভ সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান জুলফিকার আলী, কালব এর ব্যবস্থাপক বিশ্বজিৎ রায়, কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (সিডিএ) এর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান, বিভিএস এর সদস্য আব্দুস সাত্তার প্রমূখ।
বোচাগঞ্জ
বোচাগঞ্জ (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা\ দিনাজপুরের বোচাগঞ্জে (১নভেম্বর) শনিবার ”সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡র হতে সমবায়ীদের অংশ গ্রহনে একটি বর্ণাঢ্য র্যালী সেতাবগঞ্জ পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে আলোচনা সভায় মিলিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। বিশেষ অতিথি ছিলেন কাল্ব এর সাবেক সেক্রেটারী মোঃ মজিবর রহমান ও কাল্ব এর সাবেক ডিরেক্টর মোঃ মাহাবুবুর রহমান প্রমুখ। আলোচনা শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
কাহারোল
কাহারোল (দিনাজপুর)প্রতিনিধিঃ “ সাম্য ও সমতায়, দেশ গড়বেসমবায়”এইপ্রতিপাদ্যকে সামনে রেখেসারা দেশেরন্যায়দিনাজপুরেরকাহারোলেওপালিতহয়েছে ৫৪তমজাতীয় সমবায়দিবস। গতকাল শনিবার (১নভেম্বর’২৫) সকাল ১১ টারসময়উপজেলাপ্রশাসন ও উপজেলাসমবায়বিভাগেরযৌথআয়োজনেজাতীয়সমবায়দিবসপালিতহয়েছে।দিবসটিউপলক্ষে এক বর্ণাঢ্যর্যালী ও আলোচনাসভার পূর্বে জাতীয়পতাকা ও সমবায়পতাকাউত্তোলনেরমধ্যে দিয়েদিবসেরআনুষ্ঠানিকসূচনাকরা হয়।পতাকাউত্তোলন শেষেএকটিসমবায়র্যালী বেরকরা হয়এবংউপজেলাপরিষদ সম্মেলনকক্ষেজাতীয়সমবায়দিবসের এক আলোচনাসভাউপজেলাসমবায়অফিসার মো: সারওয়ারমুর্শেদেরসভাপতিত্বে অনুষ্ঠিতআলোচনাসভায়প্রধানঅতিথি ছিলেন,উপজেলানির্বাহীঅফিসার(ভারপ্রাপ্ত) ও উপজেলাসহকারিকমিশনার(ভুমি)প্রবিরবিশ্বাস। বিশেষঅতিথি ছিলেনউপজেলামুক্তিযোদ্ধা সমবায়সমিতিলিঃ এর সভাপতি ও বীরমুক্তি যোদ্ধা, সাবেকঅধ্যক্ষ মোঃরফিকুলইসলাম।আলোচনাসভায় স্বাগতবক্তব্য রাখেন,উপজেলাসমবায়অফিসার মোঃসারওয়ারমুর্শেদ। এসময়অন্যান্যদেরমধ্যে বক্তব্য রাখেন,সমবায়সমিতিরসভাপতিঅনিত্য শর্মা, জয়নন্দ হাটসমবায়সমিতিরসভানেত্রী মোছা: আসমাখাতুন।আলোচনা শেষেবিভিন্নসমবায়সমিতিলিমিটেডকে ক্রেস্ট ও সম্মাননা স্মারকপ্রদানকরা হয়।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সহকারি পরির্দশক মোঃ মফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভ‚মি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, সহকারি পরিদর্শক মোঃ মোসলেম উদ্দিন। আরও বক্তব্য রাখেন, বাশঁমুড়ী সোসাল ওয়েল ফেয়ার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সভাপতি আবু তাহের প্রমূখ। এসময় অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শেষে ৩টি সফল সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।


















