দিনাজপুর-রংপুর মহাসড়কের যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং চারজন আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে স্থানীয়দের রাস্তায় ব্যরিকেপ দেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকাল সাড়ে ৪টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
শনিবার দুপুর আড়াইটার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুর সদরের খোসালপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুরের কান্তজিউ মন্দিরে রাসমেলায় যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউপির কুতইড় মাঝাপাড়া গ্রামের এলাকার ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন(৫৫), আমিনুল ইসলামের স্ত্রী তানজিমা বেগম (৪০), মেয়ে সাজিয়া বেগম( ১৫),আনোয়ার হোসেনের স্ত্রী সুমী আক্তার। একই পরিবারের সবাই বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নসিব পরিবহণের বাসটি দশমাইল থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। একই সময় দিনাজপুর থেকে দশমাইলগামী একটি ইজিবাইক ইনস্টিটিউটের সামনে পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচÐ ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত একজনকে দ্রæত উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয়দের ভিড় সামাল দিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়। বিকাল সাড়ে ৪টা পর প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
দিনাজপুর দশমাইল হাইওয়ে থানা পুলিশের এসআই রেজাউল করিম জানান, তারা সবাই একটি ইজিবাইকে করে কাহারোলের কান্তজীউ মন্দিরের রাস মেলা দেখতে যাচ্ছিলো। এসময় দিনাজপুর-রংপুর মহাসড়কের নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে দিনাজপুরগামী নাসিব পরিবহনের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন ও দিনাজপুর মেডিকেল হাসপাতালে নেওয়ার পর একজন নারী নিহত হয়।
















