দিনাজপুরে ল্যান্ডমার্ক কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ এবং অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে চড়ুইভাতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে অত্র প্রতিষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ এবং সন্ধ্যায় চড়ুইভাতি অনুষ্ঠানটি সকলের অংশগ্রহণে প্রাণবন্ত মনমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকলের অংশগ্রহণে আনন্দ, কোলাহল এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশনের মাধ্যমে চড়ুইভাতি অনুষ্ঠানটি সফল করা হয়।
চড়ুইভাতি অনুষ্ঠানের পূর্বে ২০২৫ সালে একাদশ শ্রেণীতে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যান্ডমার্ক কলেজের সভাপতি ও দিনাজপুরের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আই. এফ. এম শহিদুল ইসলাম খান, অত্র প্রতিষ্ঠানের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম সোনা, অত্র কলেজের অধ্যক্ষ আহমেদ আহ্সান হাবীব, সাধারণ সম্পাদক মোঃ মোসাদ্দেক হোসেন, অর্থ সম্পাদক শাহ মোঃ মমিনুল ইসলাম দপ্তর সম্পাদক মোঃ বাবুল হোসেন, পরিচালক মোঃ শামীম কবির, পরিচালক মোঃ মাসুম আল-আমিন ও মোঃ সিদ্দিকুল হক (বাচ্চু)।

















