শনিবার বালুবাড়ীস্থ পল্লীশ্রী মিলনায়তনে সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত চাকুরীজীবী কল্যাণ সমিতি’র বার্ষিক মিলন মেলা ও সাধারন সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত চাকুরীজীবী কল্যাণ সমিতির সভাপতি জিএম (অবঃ) মোঃ আল মামুন মনসুর আলম এর সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পাঠ ও আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন সমিতির সাধারন সম্পাদক সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার (অবঃ) মোঃ আফজালুর রহমান। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিএম (অবঃ) খলিলুর রহমান, জিএম (অবঃ) এটিএম একরামুল হক, এজিএম (অবঃ) মোহাম্মদ সালেহ, জিএম (অবঃ) সামছুল আলম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ সুলতান আহমেদ ও দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান। মুক্ত আলোচনা করেন জিয়াউল ইসলাম, সত্য গোপাল দাস, এনামুল হক, অশোক কুন্ডু, মেহেরুল ইসলাম, অনিরুদ্ধ রায়, মিনা রায়, শাহাদাত হোসেন, অরুনধুতি দাস, আব্দুল মতিন, মোঃ আবু বক্কর সিদ্দিক, কাজী আব্দুল হালিম, এনামুল হক প্রমুখ। উপস্থিত সদস্যরা আলোচনা শেষে কন্ঠ ভোটের মাধ্যমে প্রতিবেদন দুটির অনুমোদন প্রদান করেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ নজরুল ইসলাম ও গীতা পাঠ করেন শ্রী অনিরুদ্ধ রায়। সভাপতির বক্তব্যে মোঃ আল মামুন মনসুর আলম বলেন, সংগঠনকে গতিশীল রাখতে সদস্যদের সহযোগিতা প্রয়োজন। আপনারা সব সময় সংগঠনের পতাকাতলে থাকবেন তাহলে সংগঠন গতিশীল ও বেগবান হবে। সভায় পেনশনারদের দাবী তুলে ধরে বলেন, উৎসব বোনাস চালু করতে হবে, বাড়ীর রক্ষনাবেক্ষণ ভাতা চালু করতে হবে মৃত্যুর পর মিনিমাম ১ লক্ষ টাকা প্রদান সহ চিকিৎসা ভাতা মিনিমাম ১০ হাজার টাকা নির্ধারণ করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

















