Friday , 7 November 2025 | [bangla_date]

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও অঙ্গ প্রতিষ্ঠান সমূহ-এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও নিম গাছের চারা রোপণ এর মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর-২০২৫) দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও অঙ্গ প্রতিষ্ঠান সমূহ-এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জিয়া হার্ট ফাউন্ডেশনে স্থাপিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর জিয়া হার্ট ফাউন্ডেশন চত্বরে নিম গাছের চারা রোপণ করা হয়। এছাড়াও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর শাখার নেতৃবৃন্দ পৃথকভাবে জিয়া হার্ট ফাউন্ডেশনে স্থাপিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বৃক্ষ রোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ এ কে এম আজাদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর শাখার আহবায়ক ডাঃ হাফিজুল ইসলাম, সদস্য সচিব ডাঃ মো. জিয়াউল হক (জিয়া), ডাঃ সারওয়ার মোরশেদ আলম, ডাঃ নূর জামান সরকার, ডাঃ আশিকুর রহমান, ডাঃ রাব্বানী, ডাঃ জাহিদ হাসান, ডাঃ রুহুল আমিন, ডাঃ সৌভিক কুমার, ডাঃ স্মরণ, ডাঃ ফয়সল, জিয়া হার্ট ফাউন্ডেশনের পাবলিক রিলেশন এন্ড এ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান (পিন্টু) প্রমুখ।
অনুষ্ঠানে জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর এই দিনে সশস্ত্র বাহিনীর সদস্য ও সাধারণ মানুষের যৌথ বিপ্লবের মধ্য দিয়ে অরাজকতা ও অনিশ্চয়তার ঘোর কাটিয়ে বাংলাদেশে সূচিত হয়েছিল নতুন যাত্রা। সেদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের রাস্তায় নেমে আসে হাজারো মানুষ, উদযাপিত হয় সেই ঐতিহাসিক মুহূর্ত, যার পরপরই রাষ্ট্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওইদিন জাতি আবারও শুনেছিল তার কণ্ঠ- ‘আমি জিয়া বলছি’। মুক্তিযুদ্ধের সূচনালগ্নে যে কণ্ঠে জাতি শুনেছিল স্বাধীনতার আহŸান, আবারও সেই কণ্ঠে তারা শুনেছিল আশ্বাসের সুর। মুহূর্তেই জেগে উঠেছিল ১৯৭১ সালের মুক্তির প্রেরণা, যেন বুকের ভার নেমে গিয়েছিল-এক স্বস্তির নিঃশ্বাসে মুখরিত হয়েছিল দেশ।
তিনি বলেন, স্বতঃস্ফ‚র্ত বিপ্লব ও বিজয়ের মিছিলে ভরে গিয়েছিল রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের রাস্তা। সৈনিক ও সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে উচ্চারণ করেছিল: সিপাহী-জনতা ভাই ভাই; বাংলাদেশ জিন্দাবাদ; মেজর জেনারেল জিয়াউর রহমান জিন্দাবাদ; সিপাহী-জনতা এক হও।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে আম বাগানের গাছে থোকায় থোকায় শোভা পাচ্ছে মুকুল

তেঁতুলিয়ায় গম মাড়াই মেশিন উল্টে যুবক নিহত, আহত ৩

সকল ধর্মের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ-এমপি গোপাল

বীরগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিক কার্যালয়ে সামনে কেক কেটে ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী

দিনাজপুরে সেণ্ট যোসেফস্ স্কুলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

জিয়া হার্ট ফাউন্ডেশন অডিটোরিয়ামে শিক্ষার মান উন্নয়ন সম্পর্কিত সেমিনার

বিরলে পুকুরের পানিতে ডুবে  এক শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার ১

বিরলে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার ১

একটি নিখোঁজ সংবাদ

হরিপুরে করোনা প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বুথের উদ্বোধন