আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রার্থী ঘোষিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দিনাজপুর জেলা শাখার আয়োজনে ৫ নভেম্বর ২০২৫ বুধবার বিকেলে জেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
উক্ত আনন্দ মিছিলে জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা ও সাধারন সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি’র নেতৃতে অংশ নেন জেলা মহিলা দলের সহ-সভাপতি সুলতানা রাজিয়া জুই, সাবেক সভাপতি নাজমা মসির, পৌর মহিলা দলের সভাপতি জেসমিন, সাধারন সম্পাদক স্বপ্না, কোতয়ালী মহিলা দলের সভাপতি সায়কা বেগম, সাধারন সম্পাদক সালমা আক্তারসহ জেলা, পৌর ও সদর উপজেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীগণ।

















