দিনাজপুর-১ আসনে বিএনপির প্রার্থী মো: মনজুরুল ইসলাম বলেছেন
বিএনপিকে ভোট দিলে এলাকার উন্নয়নের
ক্ষেত্রে নতুন দিগন্ত উম্মোচিত হবে
কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনীত প্রার্থী আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম বলেছেন, আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে আগামী দিনে বীরগঞ্জ ও কাহারোলে ইনসাফ, ন্যায় ও এলাকার উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উম্মোচিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হল দেশের উন্নয়ন, দুঃখী, মেহনতী, কৃষক, কামার-কুমার, জেলে, দিন-মজুরের দল। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহŸান জানাচ্ছি। তিনি গত বুধবার ও বৃহস্পতিবার রাতে বীরগঞ্জ উপজেলার ভোগ নগর ইউনিয়নের কবিরাজহাট বিজয়পুর (হাজীপাড়া) এলাকা ও কাহারোল উপজেলার সুন্দরপুর ইউপির ১৩ মাইল গড়েয়া হাট এলাকায় পৃথকভাবে উঠান বৈঠক ও গণসংযোগকালে সাধারণ ভোটার ও বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন। উঠান বৈঠক ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো: গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মো: শামীম আলী, জেলা বিএনপির সদস্য মো: আবুল হোসেন রাজা, ভোগনগর ইউনিয়নের বিএনপির যুগ্ম আহŸায়ক মো: আবু বক্কর সিদ্দিক, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো: শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা যুব দলের যুগ্ম আহŸায়ক মো: জুয়েল রানাসহ নেতাকর্মীরা।

















