বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনাজপুর -১(বীরগঞ্জ -কাহারোল) আসনে দিন দিন উত্তাপ-উত্তেজনা বেড়েই চলছে। আসন্ন নির্বাচনের ভোটযুদ্ধে অংশ নিতে ইতোমধ্যে প্রার্থীরা আটঘাঁট বেধে মাঠে নেমেছেন। চায়ের দোকান থেকে শুরু করে হাটবাজার, পাড়া-মহল্লা,গ্রামগঞ্জে সর্বত্র এখন নির্বাচনী আমেজ চলছে। এ আসন নিয়ে চলছে নানা গুঞ্জন। চলছে রাজনৈতিক সচেতন মহলে চুলচেরা বিশ্লেষণ। ইতোমধ্যে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করায় এক অংশে নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। বিএনপির কোন্দল থাকায় জামায়তের প্রার্থী শক্ত অবস্থানে রয়েছে। ২০০১ সালের মতো পুনরায় নিজেদের করে নিতে। আর বিএনপিসহ ইসলামী দলগুলো ন্যূনতম ছাড় দিতেও নারাজ। তারা চাচ্ছে নির্বাচনের ভোটযুদ্ধ শেষে জয়ের মালা যেন তাদের ঘরে যায়।অন্যদিকে বিএনপিসহ ইসলামী দলগুলো আটঘাঁট বেধে নির্বাচনী মাঠে রয়েছে। অনেক চরাই উথরাই এবং দীর্ঘ প্রতীক্ষার পর বীরগঞ্জ-কাহারোল তথা দিনাজপুর-১ আসনে বিএনপি দলীয় মনোনয়ন পেয়েছেন ৩ প্রার্থীর মধ্যে আলহাজ্ব মনজুরুল ইসলাম।
এতে দলের একাংশ ধানের শীষের বিজয়ের লক্ষ্যে আনন্দ-উল্লাসের সাথে প্রচার প্রচারণা অব্যাহত রাখলেও তীব্র বিরোধিতা শুরু করছেন মনোনয়ন বঞ্চিত বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাকির হোসেন ধলু গ্রুপ এবং কাহারোলের সাবেক উপজেলা চেয়ারম্যান কারা নির্যাতিত বিএনপি নেতা মামুনুর রশিদ চৌধুরী মামুন গ্রুপ।
চরম দ্বিধা-দ্বন্দ্বে, ত্রিমুখী-বিড়ম্বনায় পড়েছে দলটির মাঠ পর্যায়ের তৃনমুল নেতা কর্মীরা, তারা যেন অথৈজলে হা-বু-ডু-বু খাওয়ার মত অবস্থা।
লম্বা সময় ৩ ভাগে বিভক্ত হয়ে মাঠে উঠান বৈঠক, সেমিনার, পথসভা, জনসভায় প্রচার প্রতারণা চালিয়েছেন ফলে দলীয় হাই কমান্ডের নির্দেশনা থাকলেও নেতারা এখনো এক মঞ্চে উঠতে পারে নাই, হতে পারেনি ঐক্যমত।
মনোনয়ন বঞ্চিত প্রার্থী আলহাজ্ব জাকির হোসেন ধলু এবং মামুন চৌধুরী তাদের গ্রুপ নিয়ে বিরোধিতা অব্যাহত রেখেছেন।
এমন কি মনোনয়ন পরিবর্তনের জন্য দলীয় হাইকমান্ডের প্রতি পুনঃ বিবেচনার দাবি জানিয়ে আবেদন-নিবেদন-বিক্ষোভ মানববন্ধন চালিয়ে যাচ্ছেন।
গুঞ্জন শুনা যাচ্ছে প্রার্থী পরিবর্তন হবে। কিন্তু এমন কথার আদৌ কোন সত্যতা আছে কিনা নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যপারে মনোনয়ন পাওয়া একাংশের নেতৃবৃন্দ জানান প্রার্থী পরিবর্তনের কোন সুযোগ নেই, বিএনপি তথা মঞ্জু ভাইয়ের ধানের শীষ মার্কার বিজয় আমাদের মূল লক্ষ্য। দলীয় মতভেদ, পার্থক্য ভুলে গিয়ে একসাথে কাজ করে বিজয়ী হতে চাই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে অন্যান্য দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এ্যাডভোকেট চাঁন মিয়া, খেলাফত মজলিসের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেনের নাম ঘোষনা করা হয়েছে এবং তারা মাঠে কাজ করছেন।
এনসিপি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলার সমন্বয়কারী আবু বক্কর সুমন। অন্যদিকে গণধিকার পরিষদসহ অপর দলগুলির প্রার্থীদের নাম ঘোষণা হয়নি, তবে দৌড়ঝাপ করছেন হাসান মোঃ বদরুজ্জামান চৌধুরী মুক্তা ও মাহমুদুল হাসান।
দিনাজপুরে-১ আসনে বিএনপি’র প্রার্থী আলহাজ্ব মনজুরুল ইসলামের নাম ঘোষণার পর তাকে অভিনন্দন জানিয়ে ব্যাপক প্রচার চালিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ঘোষিত দাড়িপাল্লা প্রতীকের একক প্রার্থী মতিউর রহমানসহ তার দল।
উপজেলা জামায়াতের আমির ক্বারি আজিজুর রহমান ও নায়েবে আমির সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান এ কে এম কাওসারসহ নেতৃবৃন্দ বলেন আবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে এবার তাদের বিজয় সুনিশ্চিত।


















