হাবিপ্রবি প্রতিনিধি \ দীর্ঘ ১৫বছর পর দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় সমাবর্তন।
আসন্ন ২য় সমাবর্তন আয়োজনকে কেন্দ্র করে রঙিন সাজে সজ্জিত করা হয়েছে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বইঝে চারিদিকে উৎসবের আমেজ। শিক্ষার্থীদের মাঝেও উচ্ছাস আর আনন্দ। সমাবর্তন ঘিরে ক্যাম্পাসে এখন ব্যাপক সাজ সাজ রব।
আগামীকাল শনিবার অনুষ্ঠিত বহুল প্রত্যাশিত এই সমাবর্তনে অংশ নেবেন প্রায় ৮২০০ শিক্ষার্থী।
জানা যায়, সমাবর্তনে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড.চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
ক্যাম্পাসের বিজয়-২৪ হল মাঠে আয়োজিত এ মহোৎসবে যুক্ত হবেন হাজারো গ্র্যাজুয়েট, তাদের পরিবারবর্গ ও আমন্ত্রিত অতিথিরা। গ্র্যাজুয়েটদের উচ্ছ¡াস, প্রাক্তনদের আবেগঘন ফিরে আসা এবং শিক্ষকদের গর্বিত উপস্থিতিতে সমাবর্তন পরিণত হবে এক বর্ণিল মিলনমেলায়। এ উপলক্ষে হাবিপ্রবির বিভিন্ন বিভাগ ও সংগঠনও প্রাক্তন শিক্ষার্থীদের বরণ করতে নিয়েছে নানা আয়োজন।
হাবিপ্রবির চতুর্থ বর্ষের মারুফ হাসান, সোস্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটি ডেভেলপমেন্ট স্টাডিস লেভেল-৪ এর নুরুননাহার খাতুনসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, সমাবর্তন উপলক্ষে পুরো ক্যাম্পাসে এখন এক উৎসবমুখর পরিবেশে বদলে গেছে ঝলমলে লাইট, ছোট বাবুদের ক্যাম্পাস পরিভ্রমণ আর প্রস্তুতির ব্যস্ততা, সবকিছু মিলেই জীবন্ত লাগছে ক্যাম্পাস। আর সিনিয়রদের গাউন পরে হাঁটা, তাদের সফলতার গল্প হাস্যজ্জ্বল মুখ দেখে আমাদের নবীনদের মধ্যেও ভবিষ্যৎ সমাবর্তনের স্বপ্ন জেগে উঠবে। সর্বোপরি, আয়োজন নিয়ে আমার সবচেয়ে বড় প্রত্যাশা পুরো অনুষ্ঠানটা যেন হাবিপ্রবির সুনাম, ঐতিহ্য আর বৈশ্বিক মানকে আরও তুলে ধরবে।
শিক্ষকরা মনে করছেন, দীর্ঘদিন পর এই ২য় সমাবর্তনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশকে আরও গতিশীল করবে এবং গবেষণা, উদ্ভাবন ও সমসাময়িক জ্ঞানচর্চার ক্ষেত্রেও আরও ইতিবাচক প্রভাব ফেলবে।
উল্লেখ্য, ২০১০সালে হাবিপ্রবির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৫ বছর পর আয়োজিত দ্বিতীয় সমাবর্তনে ২০১০ থেকে ২০২৫সালের নভেম্বর পর্যন্ত অর্জিত পিএইচডি, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী মোট ৮ হাজার ২০০ শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

















