প্রদীপ কুমার সাহা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁয় বার্ষিক রিভিউ ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক সংযোগ সিএসও হাব নওগাঁ ও বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(বিডিও) এর আয়োজনে, একশনএইড ও ইউরোপিয়ানের সহযোগিতায় (২৫নভেম্বর) মঙ্গলবার বেলা ১১টায় রানী এনজিও’র প্রধান নির্বাহী ফজলুল হক খান এর সভাপতিত্বে নাগরিক সংযোগ সিএসও হাব অফিস, নওগাঁয় সুশীল সাপোর্টিং দ্যা ইউনিটি অ্যাড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসওস) টু আপ হোল্ড হিউম্যান রাইটস,ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যাড রুল অব ল ইন বাংলাদেশ’র বার্ষিক রিভিউ ও পরিকল্পনা বিষয়ক কর্মশালায় বিগত সময়ের কাজের পর্যালোচনা তুলে ধরেন সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী শামসুল হক। উক্ত বিষয়ের উপর বক্তব্য প্রদান করেন নিশান এনজিও’র প্রধান নির্বাহী মাহিদুর রহমান,আসাফউদ্দৌলা ক্রেডিট সুপারভাইজার বিডিও।
এসময় প্রকল্পের বিশেষ বিশেষ অর্জন নিয়ে আলোচনা ও রিপোর্টিং প্রস্তুত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। অর্জনের বিষয়গুলো নিয়ে পডকাস্ট করার দ্বায়িত্ব সাংবাদিক প্রদীপ সাহা’র উপর ন্যাস্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লারে সভাপতি রায়হান আলম, এ্যডভোকেট শামসুন নাহার সুমী অদ্বিতীয়া মহিলা উন্নয়ন সংস্থা (এএম ইউ এস), আদিবাসী নেতা সোনাধন টুডু, নিমাই মন্ডল,মধু সরদার,হাসিনা বেগম প্রমূখ।

















