পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ‘একটু উদ্যোগ,একটু চেষ্টা’ সংগঠনের পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সংগঠনের উদ্যোগে বিভিন্ন গ্রামের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন সামাজিক ওই সংগঠনের নেতৃবৃন্দ। এরই মাঝে শীতার্ত এই অঞ্চলের প্রায় দুই হাজার অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম আপাতত শেষ হয়েছে। গতকাল বুধবার সকালে পঞ্চগড় পৌরসভার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ‘একটু উদ্যোগ,একটু চেষ্টা’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনিক, সাধারণ সম্পাদক সুমন আল মামুন, সাংগঠনিক সম্পাদক রনি হাসানসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সমাজের গুণীজনেরা উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনিক বলেন, প্রতি বছর গরীব দুস্থ: ও অসহায় মানুষের জন্য এক কষ্টের বার্তা নিয়ে আসে শীত। তবে তাদের পাশে দাঁড়াতে দেখা যায় অল্প সংখ্যক সামর্থবানদের। অসহায় এই দুস্থ, ছিন্নমূল পরিবারের মুখে হাসি ফোটাতে পারা এক ভিন্ন রকম অনুভ‚তি। তাই ‘একটু উদ্যোগ,একটু চেষ্টা’’ সংগঠনের এবার পরিকল্পনা করে গ্রাম পর্যন্ত অসহায় পরিবার ও শীতার্তদের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে শীতবস্ত্র কম্বল। দেশে চলমান শীত ও কুয়াশায় গ্রামের দরিদ্র ও গৃহহীন মানুষ কষ্টে জীবন অতিবাহিত করছে। উষ্ণতার অভাব তাদের দৈনন্দিন জীবনে দুর্ভোগের মাত্রা প্রতিমুহূর্তে বাড়াচ্ছে। এ অবস্থায় ছিন্নমূল এসব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করার মানবিক উদ্যোগ নেয়া হয়।

















