পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ‘বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালার কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। উপজেলা সমাজসেবা অফিসার লায়লা আরজুমান প্রশিক্ষণের রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে গ্রাম আদালতের কার্যকর পরিচালনা, মামলা ব্যবস্থাপনা, তথ্য সংরক্ষণ এবং ডিএমআইই পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী মো. মিজানুর রহমান ও তাহমিনা ইয়াসমিন।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, গ্রাম আদালত হচ্ছে জনগণের প্রাথমিক ন্যায়বিচারের অন্যতম মাধ্যম। এ আদালতকে সক্রিয় করতে হলে প্রশিক্ষণপ্রাপ্ত মানবসম্পদই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইউপি পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এ ছাড়া ডিএমআইই পদ্ধতির মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম নিয়মিতভাবে পরিবীক্ষণ করা যাবে। এতে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ হবে।


















