পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় চিনিকল চালু করার বিষয়ে আখচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পঞ্চগড় চিনিকল অফিস চত্বরে পঞ্চগড় জেলা আখচাষী সমিতি ও অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি ওই সমাবেশের আয়োজন করে। পঞ্চগড় আখচাষী সমিতির আহ্বায়ক মনজর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র প্রধান সমন্বয়কারী তানবিরুল বারী নয়ন। এ সময় পঞ্চগড় চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নাইবুল হক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ চিনিকলের শ্রমিক, কর্মচারী, আখচাষী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে পঞ্চগড় চিনিকলসহ ৬টি প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চক্রান্তে বন্ধ করে দেয়া হয়েছিল। ভারতীয় চক্রান্তে দেশের চিনি শিল্পকে অস্থির করা হয়েছিল। এই পঞ্চগড় চিনিকল বন্ধ হওয়াতে হাজারো শ্রমিক কর্মচারী আজ বেকার। এই এলাকার অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। অবিলম্বে সুগার মিল চালু করতে অর্ন্তবর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

















