পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বাংলাভিশন ও দৈনিক কালবেলার প্রতিনিধি মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সরকার হায়দার নির্বাচিত হয়েছেন। গত সোমবার রাতে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় সকলের সম্মতিতে ওই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি পদে ইন্ডিপেন্ডেন্ট টিভি ও দৈনিক সমকালের প্রতিনিধি সফিকুল আলম, দৈনিক করতোয়ার প্রতিনিধি সামসউদ্দীন চৌধুরী কালাম, নাগরিক টিভি ও দৈনিক সকালের খবরের প্রতিনিধি সাইদুজ্জামান রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এখন টিভি ও কালের কন্ঠের প্রতিনিধি লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে বিজয় টিভির প্রতিনিধি ইনসান সাগরেদ, কোষাধ্যক্ষ পদে দৈনিক আমার বার্তার প্রতিনিধি ইকবাল বাহার, দপ্তর সম্পাদক পদে দৈনিক লোকায়নের প্রতিনিধি বদরুদ্দোজা প্রধান বাঁধন, সাহিত্য প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে বাসস ও রাইজিং বিডির প্রতিনিধি আবু নাইম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন, সমাজ কল্যাণ পাঠাগার সম্পাদক পদে ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি আবু সালেহ মো রায়হান, পরিবেশ ও পর্যটন বিষয়ক সম্পাদক পদে দৈনিক মানবজমিনের প্রতিনিধি সাবিবুর রহমান সাবিব, কার্যকরী সদস্য পদে দৈনিক আলোচিত উত্তরের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন রনিক এবং ৭১ টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এ সময় জেলা প্রশাসক সাবেত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট পিপি আদম সুফী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, মোকাদ্দসুর রহমান সান প্রমুখ উপস্থিত ছিলেন।

















