বোদা,পঞ্চগড় প্রতিনিধি ॥দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর, পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের বি.এন.পির মনোনীত ধানের শীষের প্রার্থী, কেন্দ্রীয় বি.এন.পির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বি.এন.পির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ গণসংযোগে নেমেছেন। তিনি ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে নিজের প্রার্থীতা জানিয়ে ধানের শীষের জন্য ভোট কামনা করছেন। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছাতে পঞ্চগড়-২ আসনে ভোটারদের দুয়ারে দুয়ারে প্রচার-প্রচারনা কর্মসূচি শুরু করেছেন। এই প্রচারণা কর্মসূচী সাধারণ মানুষের মাঝে ব্যাপক সারা জাগিয়েছে। তিনি রবিবার (৯ নভেম্বর) দিন ব্যাপি বোদা পৌর এলাকার ৮ ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফরহাদ হোসেন আজাদ এই প্রচার-প্রচারনায় অংশ নেন এবং ভোটারদের হাতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট তুলে দিয়ে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন। এছাড়াও উঠান বৈঠক,কর্মী সভা,জনসভা,হাট-বাজারে গণসংযোগ,বিভিন্ন ধর্মীয় সভায় অংশ গ্রহন এবং বি.এন.পির কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচি পালন করছেন। ভোটারদের দুয়ারে দুয়ারে প্রচার-প্রচারনা কর্মসুচি বোদা ও দেবীগঞ্জ দুই উপজেলায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সারা জাগিয়েছে। প্রচার-প্রচারনা কর্মসুচিতে ভোটারদের স্বতঃস্ফুত অংশ গ্রহনে কর্মসূচিটি বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে। বিশেষ করে মহিলা ভোটারা এই কর্মসুচিতে বেশ আগ্রহী হচ্ছেন। প্রার্থী নিজেই তাদের বাড়িতে উপস্থিত হওয়ায় তারা আনন্দ বোধ করছেন। তারা প্রার্থীকে দুঃখ-সুখের কথা সরাসরি বলতে পেরে খুশি মনে ভোট প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রচারনা কালে ফরহাদ হোসেন আজাদ বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে প্রতিমাসে নগদ অর্থ, ফ্রি চিকিৎসা, উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে লেখাপড়ার সুযোগ সহ নানা সুবিধা প্রদান করা হবে। এছাড়াও ক্ষমতা গ্রহণের ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে আধুনিক চাষাবাদে যন্ত্রপাতি বিনামূল্যে সরবরাহ করা হবে।সমবায় সমিতির মাধ্যমে কৃষকদের সংগঠিত করে আধুনিক চাষাবাদ, কৃষক সমিতি গঠন ও সুষ্ঠু বিপণন ব্যবস্থা গড়ে তুলে কৃষকদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন,সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে. বি.এন.পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও চাঁদাবাজি দমন, ধর্মীয় স্বাধীনতা ও সহনশীলতা নিশ্চিতকরণ, কৃষি ও শিক্ষার উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সবার জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা চালু সহ ৩১দফা কর্মসূচি ঘোষনা করেন। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বি.এন.পি যদি নির্বাচিত হয়ে সরকার গঠন করে তাহলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করা হবে। বোদা-দেবীগঞ্জসহ সারা দেশে দৃশ্যমান পরিবর্তন ও উন্নয়ন করা হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতার রাজনীতি করেনা,দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বাস্তব রূপরেখা নিয়ে কাজ করছে।আজাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট সাধারণ জনগণের মাঝেপৌঁছাতে ভোটারের দুয়ারে দুয়ারে প্রচারনা কর্মসুচি গ্রহন করা হয়েছে। গণসংযোগকালে উপজেলা ও পৌর বি.এন.পির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

















