পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি :দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতাল চত্তরে এই প্রদর্শনী হয়।
র্যালি ও স্টল পরিদর্শন শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রণজিৎ চন্দ্র সিংহে’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান,পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী আমীর বাবুল আহমেদ, জেলা জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক আবু হাসান, উপজেলা প্রাণিসম্পদ সমপ্রসারণ কর্মকর্তা ডা: সানজিদ হাসান, খামারী নূর আলম প্রমুখ।
প্রদর্শনীতে ৩০টি স্টলে গরু মহিষ ছাগল হাঁস-মুরগি পাখিসহ বিভিন্ন গৃহপালিত পশু পাখি প্রদর্শিত হয়েছে।


















