Monday , 17 November 2025 | [bangla_date]

পীরগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ৬৫ বছর বয়সে প্রথম পরীক্ষা করালেন আজিজুল

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ বয়সের কাঁটা ৬৫ ছুঁয়েছে। জীবনের অনেকটা সময় পার করেছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে। কৃষি আর সংসারের ঘানি টানতে টানতে নিজের শরীরের খবর নেওয়ার সময় হয়ে ওঠেনি খুব একটা। তবে এবার আর অবহেলা নয়, প্রথমবারের মতো নিজের শরীরে নীরব ঘাতক ‘ডায়াবেটিস রোগ’ বাসা বেঁধেছে কি না, তা জানতে ছুটে এসেছেন স্থানীয় মসজিদের মুয়াজ্জিন আজিজুল হক।
সোমবার (১৭ নভেম্বর) সকালে পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল চত্বরে দেখা মেলে আজিজুল হকের। পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে সেখানে তখন চলছে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প।
সকাল থেকেই হাসপাতাল চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ। শুধু আজিজুল হক নন, তাঁর মতো উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বয়স্ক নারী-পুরুষের দীর্ঘ লাইন চোখে পড়ে। সবার উদ্দেশ্য একটাই—বিনামূল্যে রক্তের শর্করা পরীক্ষা করা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া।
আজিজুল হক বলেন, “বয়স তো কম হলো না, কিন্তু এর আগে কোনোদিন ডায়াবেটিস মাপাইনি। শুনলাম এখানে বিনে পয়সায় পরীক্ষা হচ্ছে, তাই আসলাম। শরীরটা ভালো আছে কি না, তা জানা দরকার।”
গ্রামাঞ্চলে এখনো স্বাস্থ্য সচেতনতার অভাব এবং অনেক ক্ষেত্রে অর্থের সংকটে সাধারণ মানুষ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না। এমন বাস্তবতায় পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির এই উদ্যোগটি সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই ক্যাম্পে প্রায় দুইশত মানুষ সেবা গ্রহণ করেন।
আয়োজকরা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই তাদের এই আয়োজন। আজিজুল হকের মতো যারা জীবনে প্রথমবারের মতো স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পেলেন, তাদের স্বতস্ফূর্ত উপস্থিতিই এই উদ্যোগের সার্থকতা প্রমাণ করে।
বিশ^ ডায়াবেটিস দিবস উপলক্ষে বিনামুল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন। এ সময় উপজেলা বিএনপি ও পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সহ সভাপতি রেজওয়ানুল ইসলাম, পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদ নসরতে খোদা রানা, ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য ইলিয়াস আলী, উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন সহ ডায়াবেটিস হাসপাতালের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়া সীমান্ত এলাকায় জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীর অরুণ ৩৩ বছর নখ কাটেন না

দিনাজপুরে বেগম খালেদা জিযার রোগমুক্তি কামনায দোয়া মাহফিল

স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় স্ত্রীর পাল্টা সংবাদ সম্মেলন

আটোয়ারীতে কঙ্কাল চুরি চক্রের  মূল হোতা গ্রেফতার

আটোয়ারীতে কঙ্কাল চুরি চক্রের মূল হোতা গ্রেফতার

এক গনিকে সরিয়ে কাবুলের মসনদে আর এক গনি? প্রেসিডেন্টের প্রাসাদে তালেবান প্রধান

পঞ্চগড়ে সাংবাদিকের ল্যাপটপ মোবাইল ফোনসহ নগদ অর্থ চুরি

ঠাকুরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈমুর রহমানের কুলখানি ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

বীরগঞ্জে সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান