দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, প্রাণিসম্পদের উন্নয়নের মাধ্যমে আমিষের চাহিদা পুরন করে মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হচ্ছে।নারীর ক্ষমতায়ন এবং পারিবারিক স্বচ্ছলতায় প্রাণি সম্পদের যথেষ্ট অবদান রয়েছে।
“দেশীও জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদের হবে উন্নতি”- এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল দিনাজপুরের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার সদর উপজেলা মাঠ প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রর্দশনী-২০২৫ এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা, সিনিয়র সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ বোরহান উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শারমিন আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোছাঃ শাহিনা বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেইরী এসোসিয়েশন দিনাজপুরের সভাপতি তুহিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন কৃত্রিম প্রজনন এর উপপরিচালক ড. মাহফুজা খাতুন, জেলা ভেটেরিনারী সার্জন আশিকা আকবর তৃষা, জেলা অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডাঃ মোঃ রাসেল। উদ্বোধন শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদ্বয় ৩০টি স্টল পরিদর্শন করেন।
এমবিএসকে
“আমিষেই শক্তি-আমিষেই মুক্তি”-এই শ্লোগানকে সামনে রেখে ২৬ নভেম্বর বুধবার দিনাজপুর সদর উপজেলা চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহব্যাপী মেলায় মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) এর আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ঢাকা’র অর্থায়নে কৃষি ইউনিট প্রাণি সম্পদ খাতের আওতায় মেলায় দেয়া স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
স্টল পরিদর্শন কালে কৃষি ইউনিট প্রাণিসম্পদ খাতের ডাঃ মোঃ রাশেদুল আলম জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামকে জানান, আমরা ঘাস কাঁটার অত্যাধুনিক মেশিন, পশু খাদ্য সাইলেজ, ইউএমএস, ভ‚মি কম্পোজ, কৃত্রিম হেচারী, স্পিং কলার, দুগ্ধজাতপণ্য সাধারন জনগণকে উদ্যোক্তা হিসেবে সচেতন করার জন্য এই মেলায় স্টল দিয়েছি। এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল রহিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোছাঃ শাহিনা বেগম, এমবিএসকে’র ফোকাল পার্সন আব্দুল হামিদ মিয়া। জেলা প্রশাসক এমবিএসকে’র প্রাণিসম্পদ ও কৃষির অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমরা সবাই প্রাণিসম্পদকে এগিয়ে নিয়ে যেতে কাজ করব। যাতে নতুন প্রজন্মরা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।
চিরিরবন্দর
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষ্যে র্যালিতে নেতৃত্ব ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. রায়হান আলীর সভাপতিত্বে এসময় সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা মৎস্য অফিসার সুমন কুন্ডু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ রায়হান আলী, পোল্ট্রি খামারী ব্যবসায়ী মনিরুজ্জামান মনির, ডেইরী খামার ব্যবসায়ী আব্দুস সালাম প্রমূখ বক্তব্য রাখেন।
প্রদর্শনীতে ১৮টি স্টলে বিভিন্ন জাতের ও প্রকারের পশু-পাখি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, খামারীসহ পশুপ্রেমিরা উপস্থিত ছিলেন।
কাহারোল
কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ নভেম্বর’২৫ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারী হাসপাতাল আয়োজনে ও প্রাণিসম্পদ-ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ঢাকা এর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্ধোধনীর পূর্বে মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করেন। র্যালী শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোকলেদা খাতুন মীম ফিতা কেটে মেলার আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন। পরে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ আবু সরফরাজ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোকলেদা খাতুন মীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) প্রবীর বিশ^াস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডা. মোঃ আশাদুজ্জামান শুভ, সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল ইসলাম, খামারী মোঃ আব্দুল হাইসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও খামারীরা। উক্ত মেলায় ৩৫টি স্টল প্রদর্শন করা হয় এবং দিনশেষে বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে অংশগ্রহণকারী খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। তবে পুরো আয়োজন জুড়েই ছিল প্রচার-প্রচারণার অভাব, ফলে দর্শনার্থীর উপস্থিতিও ছিল প্রায় নেই বললেই চলে। সুন্দর একটি জাতীয় উদ্যোগ হলেও অনেকটা দায়সারা গোছের অনুষ্ঠানের চিত্রই দেখা গেছে।
প্রদর্শনী মাঠ ঘুরে দেখা যায়, স্টলগুলো ছিল ফাঁকা এবং দর্শনার্থীর আনাগোনা ছিল খুবই কম। উল্লেখযোগ্য কোনো উন্নত জাতের গরু, ছাগল বা অন্যান্য প্রাণীর উপস্থিতিও চোখে পড়েনি। প্রত্যাশার তুলনায় নি¤œমানের এই আয়োজন নিয়ে স্থানীয়দের মধ্যে হতাশা দেখা গেছে।
বরাদ্দপ্রাপ্ত এক ঘাসচাষি জানান, প্রদর্শনীতে হাইব্রিড জাতের উন্নত ৪ ধরনের ঘাস নিয়ে এসেছি। কিন্তু আয়োজক কমিটি ঘাসের দামটুকুও তো মনে হচ্ছে দেবে না! যাতায়াতসহ আনুষঙ্গিক খরচের ব্যবস্থা করা হলে মেলাটা হয়তো আরও জাঁকজমকপূর্ণ হতো।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, এবারের প্রদর্শনীতে মোট ৩০টি স্টল বরাদ্দ ছিল। এর মধ্যে গরু, ছাগল, ভেড়া, পাখি ও গবাদিপশুর খাদ্য প্রদর্শনীসহ বিভিন্ন খাতের স্টল অংশ নেয়।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. রবিউল ইসলাম বলেন, প্রচার-প্রচারণার অংশ হিসেবে স্টল বরাদ্দের নিবন্ধনের জন্য মাইকিং করা হয়েছে। যারা নিবন্ধন করেছে, তারা যেসব পশু-পাখি নিয়ে এসেছে সেগুলোই আমরা প্রদর্শন করেছি। খামারিদের প্রণোদনার জন্য যথেষ্ট বাজেট না থাকায় বড় খামারের উন্নত জাতের পশুগুলো নিয়ে আসা সম্ভব হয়নি। তারপরও মোটামুটি সুন্দরভাবেই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।”
বোচাগঞ্জ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ।। ”দেশীয় জাত, আধুনি প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ২৬ নভেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল বোচাগঞ্জের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রথম দিনে র্যালী, পশু মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আবু কায়েস বিন আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভুমি) সাজিদ তানভি শোভন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাসান জাহিদ সরকার, খামারী মো. সাইফুল ইসলাম প্রমুখ। এসময় স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বিজয় কুমার রায়, নাফানগর ইউপি চেঢারম্যান মো. শাহনেয়াজ পারভেজ শাহান, মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার উপস্থিত ছিলেন। বিকাল ৪টায় মেলায় অংশ গ্রহনকারী ২৮টি স্টল পরিদর্শন শেষে প্রথম দিনের সমানী অনুষ্ঠানে খামারীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

















