জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর দিনাজপুর শহর শাখার আয়োজনে দিনাজপুরের রাজবাটী এলাকায় অবস্থিত ঐতিহাসিক ইকোপার্ক “সুখ সাগরে” অনুষ্ঠিত হলো প্রাণবন্ত গেট-টুগেদার অনুষ্ঠান।
“মনোবল সাহস আর হাতে রেখে হাত, নতুন স্বদেশে আনি আলোর প্রভাত ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই মিলনমেলায় অংশ নেয় সংগঠনের কুঁড়ি ও অভিভাবকরা।
শাখা পরিচালক মোঃ কামরুজ্জামান এর পরিচালনায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শাখার সভাপতি আলহাজ্ব ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। তিনি তার বক্তব্যে শিশুদের চরিত্রগঠন, স্বাস্থ্য সচেতনতা ও নিয়মশৃঙ্খলার প্রতি উদ্বুদ্ধ করেন।
তিনি বলেন—“নিজেকে পরিচ্ছন্ন ও সুস্থ রাখা একজন ভালো মানুষের প্রথম শর্ত।” এ সময় তিনি শিশুদের নিয়মিত নখ পরিচ্ছন্ন রাখা, গোসল করা, খাবারের আগে হাত ধোয়া এবং প্রতিদিন মনোযোগ দিয়ে লেখাপড়া করার পরামর্শ দেন। তার প্রেরণাদায়ী বক্তব্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত কুঁড়ি ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যায়।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু হানিফ।
বিশেষ অতিথি হিসেবে অংশ নেন দিনাজপুর শাখার উপদেষ্টা জনাব মোঃ আফজাল হোসেন, শাখার প্রাক্তন পরিচালক শাহরিয়ার সরকার সোহেল, প্রাক্তন সহকারী পরিচালক নাজমুল হক মোল্লাহ এবং দোলনচাঁপা আসনের সভাপতি আরিফ সুজা।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন-অফিস সম্পাদক মোঃ মুসাব্বির হোসেন,সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু সালেহ,পত্রিকা সম্পাদক মোঃ রাকিব রনি,সি.এস.ডি সম্পাদক মোঃ তৌফিকুর রহমান,বিজ্ঞান চক্র পরিচালক অগ্রপথিক মোঃ রাইহান
কুঁড়ি ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গেট-টুগেদার অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর। অনুষ্ঠানে শাখার সংগীত ও অভিনয় শিল্পীদের ৪৩ জনকে মেডেল প্রদান করা হয়, যা আনন্দে বাড়তি মাত্রা যোগ করে।
মিলনমেলা, আলোচনা, শিল্পীদের পরিবেশনা ও আনন্দ আয়োজনের সমন্বয়ে অংশগ্রহণকারীরা কাটান এক স্মরণীয় সময়।


















