ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রন হারিয়ে গøাস ভেঙ্গে আটো রিক্সা শপিংকপ্লেক্সে ঢুকে চালকসহ দুইজন আহত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের স্বপ্ন শপিংকপ্লেক্সে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আটোরিক্সা চালক এজাজুল ইসলাম গুরুতর আহত হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এসময় নাজনিন নাহার নামে এক ক্রেতাও আহত হয়।
স্থানীয় সুত্রে জানাগেছে, রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের উর্ব্বশী হলের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে এজাজুল ইসলাম তার ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়ে দাড়িয়ে ছিল। হঠাৎ করে আটোরিক্সার এক্সিলেটার ডাইরেক হয়ে গেলে, এসময় নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে স্বপ্ন শপিংকপ্লেক্সের গøাস ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এতে অটো চালক এজাজুল ইসলাম গরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতালে প্রেরন করেন। এসময় নাজনিন নাহার নামে এক ক্রেতাও আহত হয়। তিনি ফুলবাড়ী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুল বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়ন্ত্রন হারিয়ে আটো রিক্সা শপিংকপ্লেক্সে ঢুকে চালকসহ দুইজন আহত হয়েছে এমন খবর সুনেছি। তবে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি।

















