ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি॥দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ নিয়ে গ্রহকদের আন্দোলনের মুখে মিটার স্থাপন সাময়িক স্থগিত করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী।
সম্প্রতি দিনাজপুরের ফুলবাড়ীতে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনে তোড়জোড় শুরু করে। এ নিয়ে জনগণের আপত্তি থাকা সত্বেও এক প্রকার জোর করেই পোস্ট পেইড মিটার খুলে নিয়ে প্রিপেইড মিটার স্থাপনের অভিযোগ উঠেছে। এতে ক্ষিপ্ত হয়ে ফুলবাড়ী বাজারের ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা প্রতিবাদ সমাবেশ করেছেন। বুধবার (১২নভেম্বর) বেলা ১১টায় পৌর বাজারে তারা এই সমাবেশ করেন।
পরে পদযাত্রা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রতিবাদ জানালে বিদুৎ কতৃপক্ষকে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম সাময়িক বন্ধ করার নির্দেশ দেন ইউএনও।
ফুলবাড়ী বাজারের ব্যবসায়ী সাজ্জাদ, জামিল, ইরাম, কৃষ্ণদত্ত, চকচকার বাসিন্দা ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, পুরাতন বন্দর এলাকার আব্দুল কুদ্দুস অভিযোগ করে বলেন, তাদেরকে না জানিয়েই পুর্বের মিটার খুলে নিয়ে প্রিপেইড মিটার স্থাপন করেছেন বিদ্যুৎ অফিসের লোকজন। গ্রাহককে না জানিয়ে বা গ্রাহকের অনুপস্থিতিতে কীভাবে মিটার প্রতিস্থাপন করতে পারে নেসকো, এ নিয়ে প্রশ্ন তোলেন তারা।
কোন সদুত্তর না দেয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে ব্যবসায়ী ও স্থানীয় গ্রাহকরা এর প্রতিবাদে বুধবার বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, ফুলবাড়ী সম্মিলিত সচেতন নাগরিক কমিটির সভাপতি হামিদুল ইসলাম, সিপিবি’র সাধারণ সম্পাদক নুরুজ্জামান ও জাতীয় নাগরিক পার্টী (এনসিপি) জেলা কমিটির যুগ্ন সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাদ ও ব্যবসায়ী নেতা ছাখোয়াত হোসেন প্রমুখ।সমাবেশ শেষে পদযাত্রা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নেসকোর বিরুদ্ধে অভিযোগ করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বিদ্যুতের গ্রাহকদের সাথে কোন আলোচনা না করা পর্যন্ত বা জনমত তৈরি না হওয়া পর্যন্ত মিটার প্রতিস্থাপন বন্ধ রাখার ঘোষনা দেন।
আন্দলনরত গ্রাহকরা বলেন, আমাদের দাবীর প্রেক্ষিতে ইউএনও মহোদয় নেসকো কতৃপক্ষকে মিটার স্থাপন সাময়িক স্থগিত করতে বলেছেন। এরপরেও যদি নেসকো কতৃপক্ষ কথা না শোনে পরবর্তিতে ফুলবাড়ীর সকল স্থরের মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলরনের মধ্যদিয়ে তাদের দাত ভাঙ্গা জবাব দেয়া হবে।
ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন বলেন, গ্রাহকদের আন্দোলনের পেক্ষিতে ইউএনও সাহেব আপাতত মিটার প্রতিস্থাপন বন্ধ রাখতে বলেছেন। তবে যেসব মিটার ইতোমধ্যে প্রতিস্থাপন হয়েছে সেগুলো এমনই থাকবে।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, বিক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করতে বলা হয়ে। গ্রাহকদের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


















